ব্লগারের হোমপেজ থেকে Main Posts হাইড করুন

Hide Main Posts From Blogger Homepage

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বঙ্গ টুইট এর আজকের টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে Blogger.com এর আরেকটি দুর্দান্ত কৌশল শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব - কিভাবে ব্লগারের হোমপেজ থেকে Main Posts হাইড করবেন।

আমদের ওয়েভসাইট বা ব্লগসাইট ডিজাইন করতে গিয়ে অনেক সময় Main Posts অপশনটি হাইড করার প্রয়োজন পরে। কিভাবে এই অপশনটি হাইড করবেন চলুন তা দেখা যাক।

আরও পড়ুন : 

Hide Main Posts From Blogger's Homepage

ব্লগারের হোমপেজ থেকে Main Posts হাইড
ছবিতে দেখানো নিয়ম অনুসরণ করুন

ধাপ ১ :
প্রথমে আপনার কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিন। তারপর ব্লগার ডট কম এ লগইন করুন এবং ড্যাশবোর্ডে যান।

ধাপ ২ :
এখন বাম পাশ থেকে Theme মেনুতে ক্লিক করুন। এরপর Customize অপশন থেকে Edite HTML এ ক্লিক করুন।

ধাপ ৩ : এখন কোডগুলোর উপর ক্লিক করুন এবং কীবোর্ড থেকে Control+F প্রেস করুন। তারপর সার্চ বক্সে <head> টাইপ করুন এবং এন্টার বাটন চাপুন। এখন <head> ট্যাগ এর পরে নিচে দেওয়া কোডগুলো বসিয়ে দিন। তারপর থীমটি Save করে নিন।

<br />
<b:if cond='data:blog.pageType == "index"'><br />
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'><br />
<style>
#Blog1 { display: none; }
</style><br />
</b:if><br />
</b:if><br />

এখন আপনি হোম পেইজে গেলে দেখতে পাবেন আপনার সাইটের Main Posts হাইড হয়ে গেছে।

কোনো ধরনের সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। 

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন