Vowel কাকে বলে কত প্রকার ও কি কি

Vowel কাকে বলে কত প্রকার ও কি কি

উচ্চারণের স্থান অনুসারে Alphabet - কে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- 

1. Vowel (স্বরবর্ণ)  2. Consonant (ব্যঞ্জনবৰ্ণ)

Vowel অর্থ স্বর ধ্বনি বা স্বরবর্ণ। ইংরেজি বর্ণমালায় Vowel ৫টি। যথা: a, e, i, o, u.

উচ্চারণের সময় Vowel কণ্ঠস্বর বাগযন্ত্রের কোথাও কোন রকম বাঁধা পায়না। ইংরেজি Word সাধারণত Vowel ছাড়া গঠন করা যায় না।

Vowel কাকে বলে?

ইরেজি বর্ণমালার যে সব বর্ণ (letter) অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, সেগুলোকে Vowel বা স্বরবর্ণ বলে।

The letters which are pronounced without the help of other letters are called vowel.

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন