ব্লগারে কিভাবে সোলায়মান লিপি (SolaimanLipi) বাংলা ফন্ট যুক্ত করবেন

ব্লগারে কিভাবে সোলায়মান লিপি-SolaimanLipi বাংলা ফন্ট যুক্ত করবেন

এক সময় ইন্টারনেটে মাত্র হাতে গুনা কয়েকটি বাংলাভাষায় ব্লগ ছিল। কিন্তু বর্তমান সময়ে দিন যত যাচ্ছে ইন্টারনেটে বাংলাভাষী ব্লগের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়ছে। শুধু তাই নয়, ইন্টারনেটে এইসব ব্লগ খুব ভাল পারফর্ম ও করে চলেছে। এই সব বাংলাভাষী ব্লগে বাংলা লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাংলা ফন্ট থাকাটা খুবই জরুরী। তবে সমস্যা হচ্ছে অনেক নতুন ব্লগাররা জানেন না ব্লগে কিভাবে বাংলা ফন্ট যুক্ত করতে হয়।

ব্লগার সাইটে বাংলা ফন্ট যুক্ত করা নতুন ব্লগারদের পক্ষে একটু কঠিন মনে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লগারে কিভাবে খুব সহজে সোলায়মান লিপি বাংলা ফন্ট যুক্ত করবেন।

তো চলুন শুরু করা যাক ....

আরও পড়ুন : 

প্রথম ধাপ :

  • প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করুন এবং থীম মেনুতে (Theme Menu) ক্লিক করুন। 
  • আপনার থীমটি Backup করে নিন যাতে কোনো সমস্যা হলে পূনরায় থীমটি Restore করতে পারেন। 
  • তারপর Edit HTML বাটনে ক্লিক করুন। 

দ্বিতীয় ধাপ :

  • এখন আপনার কিবোর্ড এ Ctrl+F প্রেস করুন। 
  • তারপর <head> লিখে সার্চ করুন। 
  • <head> ট্যাগের নীচে সোলায়মান লিপি ফন্ট এর HTML কোডটি বসিয়ে দিন।

সোলায়মান লিপি ফন্ট HTML কোড:
<link href='https://fonts.maateen.me/solaiman-lipi/font.css' rel='stylesheet'/>


তৃতীয় ধাপ :

  • আবার Ctrl+F প্রেস করে <body> ট্যাগ খুজে বের করুন।
  • এখন নিচের CSS কোডগুলো কপি করে <body> ট্যাগ এর নিচে বসিয়ে করে দিন।
<style> 
@import url(&#39;https://fonts.maateen.me/solaiman-lipi/font.css&#39;); 
</style>

চতুর্থ ধাপ :

  • এখন আবার আপনার কিবোর্ড এ Ctrl+F প্রেস করুন। 
  • তারপর font-family: লিখে সার্চ করুন। দেখুন font-family: arial,sans-serif এরকম লেখা আছে। 
  • এখন আপনি এটাকে পরিবর্তন করে font-family: 'SolaimanLipi', sans-serif !important; লিখুন। 
  • এভাবে প্রত্যেকটি font-family: এর পর SolaimanLipi; ফন্টের নাম বসিয়ে দিন। 

এভাবে আপনার টেমপ্লেট এর সবগুলো ফন্ট ফ্যামিলি রিপ্লেস করুন। তারপর টেমপ্লেটটি সেভ করুন। এবার আপনার সাইটে ভিজিট করলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে সোলায়মান লিপি-SolaimanLipi বাংলা ফন্টটি দেখাচ্ছে।

ⓘ সব থিমের মধ্যে arial ফন্ট থাকে না। একেক থিমে একেক ধরনের ফন্ট ব্যবহার করা হয়। আপনার থিমের মধ্যে যে ফন্ট আছে সেটির জায়গায়  SolaimanLipi ফন্ট রিপ্লেস করে দিলেই পরিবর্তন হয়ে যাবে।

 আপনার ব্লগে সোলায়মান লিপি বাংলা ফন্ট যুক্ত করতে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে পারেন। ধন্যবাদ।

3 মন্তব্যসমূহ

  1. আপনার থিম এর নাম কি? আর ক্যাটাগরির সাথে আইকন কিভাবে যুক্ত করেছেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. থীমের নাম Magpro. ক্যাটাগরির আগে fontawesome আইকন কোড বসাবেন।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন