Skip to content Skip to sidebar Skip to footer

ব্লগারে কিভাবে হিন্দ শিলিগুড়ি (Hind Siliguri) বাংলা ফন্ট যুক্ত করবেন

ব্লগারে কিভাবে হিন্দ শিলিগুড়ি (Hind Siliguri) বাংলা ফন্ট যুক্ত করবেন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় পাঠক, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্লগারে কিভাবে হিন্দ শিলিগুড়ি (Hind Siliguri) বাংলা ফন্ট যুক্ত করবেন।

ব্লগার হচ্ছে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। ওয়ার্ডপ্রেসের মতো খুব সহজেই প্লাগইন ব্যবহার করে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করা যায় না। HTML এবং CSS ব্যবহার করে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করতে হয়। ডিফল্ট সব ওয়েভসাইটে যে ফন্ট থাকে সেগুলোকে বলা হয় ইউনিকোড ফন্ট। হিন্দ শিলিগুড়ি একটি ক্লাসিক বাংলা ফন্ট। এটি দেখতে খুবই আকর্ষনীয়। আমাদের বঙ্গ টুইট ওয়েভসাইটে এই ফন্ট টি ব্যবহার করা হয়েছে। 

ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করার জন্য আপনাকে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে।

আরও পড়ুন : 

প্রথম ধাপ : 

  • প্রথমে আপনার ব্লগার সাইটে লগইন করুন এবং থীম মেনুতে (Theme Menu) ক্লিক করুন।
  • আপনার থীমটি Backup করে নিন যাতে কোনো সমস্যা হলে পূনরায় থীমটি Restore করতে পারেন। 
  • তারপর Edit HTML বাটনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ : 

  • এখন আপনার কিবোর্ড এ Ctrl+F প্রেস করুন। 
  • তারপর <head> লিখে সার্চ করুন। 

হিন্দ শিলিগুড়ি ফন্ট HTML কোড:
<link href="https://fonts.googleapis.com/css?family=Hind+Siliguri" rel="stylesheet"/>


তৃতীয় ধাপ :

  • এখন আবার আপনার কিবোর্ড এ Ctrl+F প্রেস করুন। 
  • তারপর font-family: লিখে সার্চ করুন। 
  • দেখুন font-family: arial,sans-serif এরকম লেখা আছে। এখন আপনি এটাকে পরিবর্তন করে font-family: 'Hind Siliguri', sans-serif !important; লিখুন। এভাবে প্রত্যেকটি font-family: এর পর Hind Siliguri; ফন্টের নাম বসিয়ে দিন।
এভাবে আপনার টেমপ্লেট এর সবগুলো ফন্ট ফ্যামিলি রিপ্লেস করুন। তারপর টেমপ্লেটটি সেভ করুন। এবার আপনার সাইটে ভিজিট করলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে হিন্দ শিলিগুড়ি (Hind Siliguri)  বাংলা ফন্টটি দেখাচ্ছে।

ⓘ সব থিমের মধ্যে arial ফন্ট থাকে না। একেক থিমে একেক ধরনের ফন্ট ব্যবহার করা হয়। আপনার থিমের মধ্যে যে ফন্ট আছে সেটির জায়গায়  Hind Siliguri ফন্ট রিপ্লেস করে দিলেই পরিবর্তন হয়ে যাবে।

আপনার ব্লগে হিন্দ শিলিগুড়ি বাংলা ফন্ট যুক্ত করতে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানাতে পারেন। ধন্যবাদ।

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন :