আসমানি কিতাব কাকে বলে

আসমানি কিতাব কাকে বলে


কিতাব শব্দটি আরবী ভাষার শব্দ। কিতাব শব্দের অর্থ বই, পুস্তিকা, গ্রন্থ, চিঠিপত্র, দলীলাদি, প্রমাণপত্র ইত্যাদি। আসমানি কিতাব হচ্ছে আল্লাহ'র পক্ষ থেকে নাযিতকৃত কিতাব।

ইসলামের পরিভাষায়, যেসব কিতাব মানব জাতির হেদায়েতের জন্য দিক-নির্দেশনা স্বরুপ মহান আল্লাহতা’লা নাযিল করেছেন সেসব কিতাবকে আসমানী কিতাব বলে।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন