মুসাফাহার পর হাতে চুমু খাওয়া যাবে কি?

মুসাফার দোয়া | মুসাফাহার দোয়া | মুসাফাহা অর্থ কি | মুসাফাহা করার নিয়ম | মুসাফাহা করার দোয়া | মুসাফাহা | মুসাফাহা দোয়া | মুসাফাহা কয় হাতে | মুসাফাহা কি | মুসাফাহা কাকে বলে | Bongotweet.com

প্রশ্ন : মুসাফাহার পর হাতে চুমু খাওয়া কিরূপ? এতে কখনাে নিজের হাতে আবার কখনাে যার সাথে মুসাফাহা করা হয়েছে, তার হাতে চুমু খাওয়া হয়। উভয়টিরই শরয়ী বিধান জানাবেন। 

উত্তর : মুসাফাহার পর নিজের হাতে চুমু খাওয়া মাকরূহে তাহরীমী। আর ফিকহের কিতাবে আলিম, বুযুর্গ ও ন্যায়পরায়ণ বাদশাহহর হাতে মুসাফাহার পর চুমু খাওয়ার অনুমতি দিয়ে থাকলেও বিদআত, কুসংস্কার ও শিরকের এ যুগে এ ধরনের কাজ করবে না। এ ছাড়া মুসাফাহার পর জনসাধারনের হাতে চুমু খাওয়ার কোনাে সুযােগ নেই।

(ফাতাওয়া শামী: ৯/৫৫০, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩৬৯, মাজমাউল আনহুর: ২/৫৪২, তাবয়ীনুল হাকায়িক: ৬/২৫)

উত্তর প্রদান:
দারুল ইফতা ওয়াল ইরশাদ 
আল-মারকাজুল ইসলামী, বাংলাদেশ। 
(উচ্চতর ইসলামী আইন গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ) ২১/১৭ বাবর রােড, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন