আযাবের ভয় ও রহমতের আশা - ইসলামিক গল্প

ইসলামিক গল্প | ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্প থেকে শিক্ষা | মেয়েদের ইসলামিক গল্প | স্বামী স্ত্রীর রােমান্টিক ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী | ছােটদের ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী pdf | ইসলামিক গল্পের লিংক | শিশুদের ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্পের বই | ছােটদের ইসলামিক গল্পের বই pdf | Bongotweet.com

হজরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতদের মধ্য থেকে একটি ঘটনা বর্ণনা করেছেন।

একব্যক্তি বড় গােনাহগার। অসৎ উপায়ে অসৎ পথে নিজের জীবন বিলীন করেছিল। অবশেষে যখন মৃত্যুর মুখে এসে পড়ল তখন সে নিজের পরিবারস্থ লােকদেরকে অসিয়ত করে বলল, আমি আমার জীবনে অনেক পাপ করেছি। অসৎ কাজ করেছি। কোনাে সৎ কাজ করিনি। তাই আমি যখন মৃত্যুবরণ করবাে তােমরা আমার লাশ জ্বালিয়ে দিও। আর ছাই প্রবল বাতাসে উড়িয়ে দিয়াে। যেন তা ছড়িয়ে ছিটিয়ে দূর-দুরান্তে চলে যায়।

এ অসিয়ত আমি এজন্যে করলাম যে, আল্লাহর শপথ! আমি যদি আল্লাহ পাকের হাতে ধরা পড়ি তবে তিনি আমাকে এমন জঘন্য শাস্তি দিবেন, যা দুনিয়ার কাউকে দিবেন না। কারণ, আমি খুব জঘন্য অপরাধ করেছি।

একদিন সে লােকটির ইন্তেকাল হলাে। তার স্বজনরা তার অসিয়ত মতাে তাকে জ্বালিয়ে ছাইগুলাে পিষে প্রবল বাতাসে ছড়িয়ে দিলাে। এ কাজটি ছিল চরম নির্বুদ্ধিতা। লােকটি ভেবেছিল যে, আল্লাহ তাআলা তার এ বিক্ষিপ্ত ছাই একত্র করতে সক্ষম নন। তাই সে একাজ করতে স্বজনদের নির্দেশ দিয়েছিল।

আল্লাহপাক ফেরেশতাদের নির্দেশ দিলেন যে, বিক্ষিপ্ত ছাই একত্রিত করাে। যখন একত্রিত করা হলাে, তখন আল্লাহপাক তাকে পুনরায় মানুষ বানিয়ে দিলেন। এরপর আল্লাহপাক তাকে প্রশ্ন করলেন, কী ব্যাপার তুমি তােমার পরিবারস্থ লােকদের এমন অসিয়ত কেনাে করলে?

উত্তরে লােকটি বলল, হে প্রভু, তােমার ভয়ে। আর আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমি যে সমস্ত অন্যায় কাজ করেছি, তার প্রেক্ষিতে আমাকে কঠোর শাস্তি দিবেন। তাই আমি আপনার শাস্তির ভয়ে এ ধরনের অসিয়ত করেছিলাম।

লােকটির একথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যিই কি তুমি আমার ভয়ে এসব করেছ? যাও তােমাকে আমি ক্ষমা করে দিলাম। (মুসলিম শরিফ)

একটু চিন্তা করে দেখুন! তার অসিয়ত ছিল নিবৃর্দ্ধিতার পরিচায়ক। শুধু তাই নয়, এটা ছিল তার কুফুরি আকিদা। কারণ, সে বলেছিল যে, আমি যদি আল্লাহর হাতে ধরা পড়ি, তবে তিনি আমাকে কঠোর শাস্তি দিবেন। তাই তােমরা আমাকে ছাই করে উড়িয়ে দাও। তবেই আমি তার হাতে ধরা পড়ব না। এটা কুফরি আকিদা। তার এ অসিয়ত দ্বারা সে বােঝাতে চেয়েছিল যে, আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ছাইকে একত্রিত করতে অক্ষম (নাউযুবিল্লাহ)। 

কিন্তু আল্লাহপাক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেনাে এসব করেছ? সে জবাবে বলল, হে আল্লাহ, তােমার ভয়েই করেছি।

আল্লাহপাক বললেন, তুমি জানতে আমি আছি, আমি তােমার প্রভু! আর তুমি প্রভু হিসেবে আমাকেই জানতে। আর এ কথাও জানতে যে, তুমি আমার নাফরমানি করেছাে, এর জন্যে তুমি লজ্জিতও হয়েছ। মৃত্যুর পূর্বে তার প্রকাশও তুমি করেছ। তাই আমি তােমাকে মাফ করে দিলাম।

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনা দ্বারা আমাদেরকে বােঝাতে চেয়েছেন যে, বাস্তাবিকপক্ষে আল্লাহ তাআলার রহমত তােমাদের কাছে বাহানা অনুসন্ধান করে। তােমরা তার কাছে লজ্জিত হও, এস্তেগফার করাে, তওবা করাে, তিনি তােমাদের তওবা কবুল করবেন। 

আল্লাহ তাালা আমাদের সবাইকে নিজের গােনাহের ওপর লজ্জিত হওয়ার তাওফিক দিন। আমিন।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন