জান্নাতি হুর - ইসলামিক গল্প

ইসলামিক গল্প | ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্প থেকে শিক্ষা | মেয়েদের ইসলামিক গল্প | স্বামী স্ত্রীর রােমান্টিক ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী | ছােটদের ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী pdf | ইসলামিক গল্পের লিংক | শিশুদের ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্পের বই | ছােটদের ইসলামিক গল্পের বই pdf | Bongotweet.com

রাতের বেলা উমর ফারুক রা. মানুষের অবস্থা জানার জন্যে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। যদি জানতে পারতেন, কেউ বিপদগ্রস্ত তখন তাকে সাহায্য করতেন। 

একদিন হজরত উমর রাযি, রাতের আঁধারে ছদ্মবেশে ঘুরছিলেন মদিনার পথে পথে। হঠাৎ খলিফা হজরত উমর (রা) একটি ঘরের ভেতর থেকে দুজন নারীর কথা বার্তার আওয়াজ শুনতে পেলেন। এগিয়ে গেলেন ঘরের খুব কাছে। খেয়াল করে শুনতে লাগলেন তাদের কথা। তিনি কথার ধরন শুনে বুঝতে পারলেন, হয়তাে এরা মা মেয়ে হবে। মা তার মেয়েকে বলছে, তুমি যে দুধ দোহন করে এনেছ তাতে কিছু পানি মিশিয়ে দাও, তাহলে দুধের পরিমাণ বেড়ে যাবে। আর তা সকালে বিক্রি করলে বাড়তি দাম পাবে। মায়ের কথা শুনে মেয়েটি বলল, আমিরুল মুমিনিন হজরত উমর (রা.) এই আইন জারি করেছেন, কেউ যেন দুধে পানি মিশ্রিত করে বিক্রি না করে। তাই দুধে পানি মেশাতে পারবাে না।

মেয়ের কথা শুনে মা বলল, এই গভীর রাতে তাে আর খলিফা উমর দেখবে না যে, তুমি দুধে পানি মিশিয়েছ। আর কেউ কি তা বুঝতে পারবে যে, তুমি দুধে পানি মিশিয়েছো? মায়ের কথার জবাবে সেই সােনালি যুগের এক যুবতী নারী কী বলে শুনুন, যা আজ চৌদ্দশত বছর পরেও একটি শিক্ষণীয় উদাহারণ হিসেবে অমর হয়ে আছে।

মেয়েটি বলল - মা, যদিও আমিরুল মুমিনিন হজরত উমর (রা.) দেখছেন না। কিন্তু তাঁর আমির অর্থাৎ আল্লাহ তাে নিশ্চয়ই দেখছেন। তাহলে এ কাজ আমি কীভাবে করি? 

খলিফাতুল মুসলিমিন হজরত উমর (রা.) বাইরে দাঁড়িয়ে শুনছিলেন মা মেয়ের এ কথাগুলাে। এক সময় রাত গড়িয়ে সকাল হলাে। হজরত উমর (রা.) সে মেয়েটির খবর নিলেন, কে এই মেয়ে? যার হৃদয়ে আল্লাহর ভয় এত প্রবল? খােজ খবর নেওয়ার পর খলিফা হজরত উমর রা. সুন্দর একটি সিদ্ধান্ত নিলেন, অনেক সুন্দর সিদ্ধান্ত, বরকতময় সিদ্ধান্ত!

হজরত উমর রা. স্বীয়পুত্র সাহাবি হজরত আব্দুল্লাহ বিন উমর রা. এর সাথে সেই খােদাভীরু মেয়েটির বিয়ের প্রস্তাব পাঠালেন। তারপর উভয় পক্ষের সম্মতিতে সেই মেয়েটির সাথে আব্দুল্লাহ বিন উমর (রাযি.) এর বিয়ে হলাে। অতঃপর এই ভাগ্যবতী মেয়েটির বংশধর থেকেই জন্ম নেন হজরত উমর বিন আব্দুল আজিজ (রহ.) । যিনি ছিলেন মুসলমানদের পঞ্চম খােলাফায়ে রাশেদা।

দেখুন, এ মেয়েটির অন্তরে এ ভয় ছিল যে, হজরত উমর তাে এই রাতে দেখবেন না। কিন্তু হজরত উমরের মালিক অর্থাৎ আল্লাহ তাআলা তাে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যখন অন্ধকার রাত, নীরব চারপাশ, নির্জনতা নিস্তবদ্ধতা দেখার পর কেউ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, একথা স্মরণ করাই হলাে তাকওয়া। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন