আল-ফালাহ্ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগীতা ২০২৩

আল-ফালাহ্ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগীতা ২০২৩ - Bongo Tweet

বানিয়াচং উপজেলাধীন ৫নং দৌলতপুর ইউ/পি'র আল-ফালাহ্ ইসলামী যুব সংগঠন কাদিরগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ-এর উদ্যোগে শুরু হচ্ছে উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগীতা। 

উক্ত প্রতিযোগীতার বাচাই পর্ব আগামী ৪-৫-৬ ফেব্রুয়ারি এবং ফাইনাল রাউন্ড শুরু হবে ২৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার, দৌলতপুর জীপ স্ট্যান্ড সংলগ্ন মাঠে সকাল ১০ ঘটিকার সময়।

প্রতিযােগিতার পুরস্কার
১ম পুরস্কার: নগদ ১৫ হাজার টাকা 
২য় পুরস্কার: নগদ ১০ হাজার টাকা 
৩য় পুরস্কার নগদ ৫ হাজার টাকা 

প্রতিযােগিতার গ্রুপ 
যে কোন ১০ (দশ) পারা ধারাবাহিক


প্রতিযােগিতার নিয়মাবলী - ১. প্রতিযােগীকে অবশ্যই বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ উপজেলার কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে এবং হিফজ বিভাগের ছাত্র হতে হবে। ২. যে সকল প্রতিযােগী আন্তর্জাতিক প্রতিযােগিতায় অংশগ্রহন করেছে তারা এই প্রতিযােগিতায় অংশগ্রহন করতে পারবে না। ৩. সম্মানিত বিচারক মন্ডলীর রায়ই চুড়ান্ত বলে বিবেচিত হবে। ৪. বিজয়ী ১ম ৩ জনকে আকর্ষণীয় পুরস্কার বাকি ১২ জনকে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহনকারী সকল প্রতিযােগির জন্য শান্তনা পুরস্কার প্রদান করা হবে। ৫. ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি ২০২৩ ইংরেজি বুধবার। ৬. ফাইনাল পর্বের জন্য প্রতি উপজেলা থেকে ৫ জনকে বাছাই করা হবে। ৬. একই প্রতিযােগী একাধিক উপজেলায় অংশগ্রহণ করতে পারবে না। 


ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থানসমূহ

আজমিরীগঞ্জ 
হাফিজ মাসুম বিল্লাহ 
আজিমনগর হাফিজিয়া মাদরাসা
০১৭২৪-০২৪৬ 
বাছাই পর্ব ৪ ফেব্রুয়ারী শনিবার। 

বানিয়াচং
হাফিজ তমিজ উদ্দিন 
জামেয়া দারুল কুরআন মাদরাসা
০১৭৩৬-২০৮৬৫৪
বাচাই পর্ব ৫ ফেব্রুয়ারী রবিবার

নবীগঞ্জ 
মুফতি আব্দুর রাজ্জাক
দারুল উলুম মাদরাসা 
০১৭৯৪০৮৫২০২ 
বাচাই পর্ব - ৬ ফেব্রুয়ারি সোমবার

প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রতিযোগীকে ৫০ টাকা ফরম ফি প্রদানের মাধ্যমে ফরম সংগ্রহ করতে হবে। এবং উক্ত ফরম পূরণ করে উল্লেখযোগ্য স্থানে প্রতিযোগীকে জমা দিতে হবে।


দাওয়াতক্রমে: 
মাওলানা শায়খ গােলাম কাদির
আহবায়ক, প্রতিযােগিতা বাস্তবায়ন কমিটি
নাজিমে তালিমাত, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কুরআন মাদরাসা বড় বাজার, বানিয়াচং।
মােবাইল-০১৭১৪-৫০৬৬১৪

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন