পেশাগত সংগঠন বলতে কী বোঝায়?

পেশাগত সংগঠন বলতে কী বোঝায় - Bongo Tweet

প্রশ্ন: পেশাগত সংগঠন বলতে কী বােঝায়?

উত্তর: পেশাগত সংগঠন বলতে কোনাে নির্দিষ্ট পেশার মানােন্নয়নের জন্য প্রতিষ্ঠিত নিজস্ব সংগঠন বা প্রতিষ্ঠানকে বােঝায়। পেশার একটি মানদণ্ড হলাে পেশাগত সংগঠন। পেশার মানােন্নয়ন, পেশাদার কর্মীদের স্বার্থ সংরক্ষণ, কর্মীদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতির জন্য প্রতিটি পেশারই নিজস্ব সংগঠন বা প্রতিষ্ঠান থাকে। পেশাগত সংগঠনের মাধ্যমেই একটি পেশা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন