কোন কোন ব্যক্তির জন্য তায়াম্মুম করা জায়েয

কোন কোন ব্যক্তির জন্য তায়াম্মুম করা জায়েয - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ কোন কোন ব্যক্তির জন্য তায়াম্মুম করা জায়েয? 

উত্তরঃ পানি শরয়ী এক মাইল দূরত্বে থাকলে তায়াম্মুম করা জায়েয। শরয়ী মাইল ইংরেজী মাইলের চেয়ে বড়, ইংরেজী মাইলের সাথে আরাে এক মাইলের এক অষ্টমাংশ মিলে এক শরয়ী মাইলের সমান হয়।

উত্তর প্রদানে: মুফতী মাহবুবুর রহমান
মুদারিরস, জামিআতুল উলূমিল ইসলামিয়া, গাজীপুর ঢাকা।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন