Skip to content Skip to sidebar Skip to footer

কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়

কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায় - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়? 

উত্তরঃ মাটি বা মাটি জাতীয় জিনিসের ওপর তায়াম্মুম করা জায়েয । তা চেনার সহজ উপায় হল, যে সকল জিনিস আগুনে জ্বলে না গলে না তা মাটি জাতীয় জিনিস, যেমন বালু, পাথর, চুনাপাথর, শুকনাে চুনা, হরিতাল, সুরমা, গেরুমাটি ইত্যাদি। আর যে সকল জিনিস আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় অথবা গলে যায় তা দ্বারা তায়াম্মুম জায়েয নয়, যেমন সােনা, রুপা, বা গম, কাঠ, কাপড় ও অন্যান্য শস্য ইত্যাদি।

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন :