সুন্নাত কাকে বলে? সুন্নাত কত প্রকার ও কি কি

সুন্নাত কাকে বলে? এবং তা কত প্রকার ও এগুলাের হুকুম কী? - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ সুন্নাত কাকে বলে? সুন্নাত কত প্রকার ও কি কি? 


উত্তরঃ যে সকল কাজ হযরত নবী করীম (সা.) ও সাহাবায়ে কেরাম (রা.) করেছেন তাকে সুন্নাত বলে। সুন্নাত দুই প্রকার, যথাঃ 

১. সুনাতে মুয়াক্কাদা। 
২. সুন্নাতে গায়রে মুয়াক্কাদা।

সুন্নাতে মুয়াক্কাদাঃ সুন্নাতে মুয়াক্কাদা এরূপ কাজকে বলে যা নবী করীম (সা.) বা সাহাবায়ে কেরাম সর্বদা করেছেন এবং কোন ধরণের ওজর ছাড়া কখনাে পরিত্যাগ করেননি। তবে কোন তরককারীকে ভীতি প্রদর্শণ ও শাস্তির যােগ্য বলেন নি। বিনা ওজরে সুন্নাতে মুআক্কাদা পরিত্যাগকারী ও পরিত্যাগে অভ্যস্ত ব্যক্তি ফাসিক ও গোনাহগার। 

সুন্নাতে গায়রে মুয়াক্কাদাঃ সুন্নাতে গায়রে মুয়াক্কাদা এরূপ কাজকে বলে যা হযরত নবী করীম (সা.) বা সাহাবায়ে কেরাম সর্বদা করেছেন, কখনাে কখনাে কোন ওজর ছাড়া পরিত্যাগ করেছেন। এরূপ সুন্নাত পরিত্যাগকারী সাওয়াব ও পুরষ্কারের যােগ্য কিন্তু পরিত্যাগকারী শাস্তির যােগ্য নয়।

3 মন্তব্যসমূহ

  1. জুম্মারনামায এক রাকাত পেলে বাকিটা কি ভাবে পড়বো......?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জুমআর নামাযে যদি এক রাকাত না পায়, তাহলে ইমামের সালাম ফিরানোর পর অন্যান্য নামাযের মাসবূক ব্যক্তির মতই বাকি নামায পূর্ণ করবে।

      অর্থাৎ ইমামের সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলে দাঁড়াবে। তারপর সানা, সূরা ফাতিহা ও সাথে সূরা মিলাবে। তারপর রুকু সেজদা করে আখেরী বৈঠকের মাধ্যমে নামায শেষ করবে।

      মুছুন
  2. মাশাআল্লাহ, সুন্দর

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন