ওয়াজিব কাকে বলে?

ওয়াজিব কাকে বলে? এবং তার হুকুম কী? - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ ওয়াজিব কাকে বলে? 


উত্তরঃ দ্ব্যর্থতাবােধক দলীল প্রমাণ দ্বারা প্রমাণিত বিধানকে ওয়াজিব বলে। যার উপর আমল করলে সাওয়াব পাওয়া যাবে আর পরিত্যাগ করলে শাস্তি পেতে হবে। কিছু ইসলামি বিশেষজ্ঞদের মতে, যা করার আদেশ জন্নী দলীল তথা ফরজের তুলনায় দুর্বল দলীল দ্বারা প্রমাণিত, তাকে ওয়াজিব বলে। ফরজের পরই ওয়াজিব এর স্থান।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন