English Grammar - ইংরেজি ব্যাকরণ কী?

English Grammar - ইংরেজি ব্যাকরণ কী?

Grammar শব্দটির উৎপত্তি greek word Gramm tike techno থেকে। এর শাব্দিক অর্থ The art of letters বা বর্ণসমূহের শিল্প। প্রকৃত পক্ষে বর্ণসমূহ (letters) বলতে ভাষাকে বুঝানো হয়েছে। ভারত বর্ষে সর্বপ্রথম (systematic Grammar) এর উদ্ভব ঘটে খ্রীষ্ঠ পূর্বাব্দ ৬ষ্ঠ শতকে সম্রাট অশোকের আমলে। সেই সময়ের বিখ্যাত Grammar হল Art of letters যার লেখক হিসেবে ধরা হয় Dionysius thrux-কে।

Grammar কাকে বলে?

যে বই পড়লে ভাষাকে শুদ্ধরূপে বলতে, লিখতে, পড়তে ও বুঝতে পারা যায়, তাকে Grammar বলে।

English Grammar কাকে বলে?

যে বই পড়লে ইংরেজি ভাষাকে শুদ্ধরূপে বলতে, লিখতে, পড়তে ও বুঝতে পারা যায়, তাকে English Grammar বলে ।

Grammar এর সাধারণত ৫টি অংশ থাকে। যেমন-
  1. Orthography (অর্থোগ্রফী) বর্ণ প্রকরণ ।
  2. Etymology (ইটিমোলজী) পদ বা শব্দ প্রকরণ ।
  3. Syntax (সিনট্যাক্স) বাক্য প্রকরণ ।
  4. Punctuation (পাংচুয়েশন) বিরাম চিহ্ন ।
  5. Prosody (প্রসোডী) ছন্দ প্রকরণ ।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন