সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র

সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম | সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন পত্র | সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র | সহকারী শিক্ষক পদে আবেদন | সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন

তারিখঃ ০১/০১/২০২২ খ্রিঃ
বরাবর 
সভাপতি 
দৌলতপুর উচ্চ বিদ্যালয় 
বানিয়াচং, হবিগঞ্জ

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব, 
বিনীত নিবেদন এই যে, গত ০১/০১/২০২৩ খ্রিঃ তারিখে দৈনিক “হবিগঞ্জের খবর” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।
১। নামঃ 
২। পিতার নামঃ 
৩। মাতার নামঃ 
৪। বর্তমান ঠিকানাঃ 
৫। স্থায়ী ঠিকানাঃ 
৬। জন্ম তারিখঃ 
৭। জাতীয়তাঃ 
৮। ধর্মঃ 
৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড
এসএসসি সিলেট ২০০৮ জিপিএ-৫
এইচএসসি সিলেট ২০১০ জিপিএ-৫
বিএসসি সিলেট ২০১৫ প্রথম শ্রেণী
এমএসসি সিলেট ২০১৭ প্রথম শ্রেণী

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
মোঃ তাওহীদুল ইসলাম
মোবাঃ ০১৭২৩৪৫৬৭৮৯

* আবেদন পত্রের সাথে নিচের পত্রগুলো সংযুক্ত করতে হবে। 
১. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি। 
২. একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি। 
৩. চারিত্রিক সনদপত্র। 
৪. নাগরিকত্ব সনদপত্র। 
৫. ৫০০ টাকার পোস্টাল অর্ডার।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন