কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত

Table of Contents
কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত | চাকরি ছাড়ার দরখাস্ত | অব্যাহতি চাকরি ছাড়ার দরখাস্ত নমুনা | চাকরি ছাড়ার দরখাস্ত নমুনা | চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নিয়ম | চাকরি ছাড়ার দরখাস্ত নমুনা pdf | চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নমুনা

বরাবর
পরিচালক
প্রাণ-আরএফএল গ্রুপ
প্রগতি স্বরণি, মধ্য বাড্ডা, ঢাকা।

বিষয়ঃ চাকরি হতে অব্যাহতির আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ তাওহীদুল ইসলাম আপনার নিয়ন্ত্রাধীন প্রাণ-আরএফএল কোম্পানিতে একজন বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। আমি গত ০১/০১/২০১৯ তারিখে প্রাণ-আরএফএল কোম্পানিতে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যাবধি কোম্পানির অত্র শাখায় সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। কোম্পানির বিধিমালা অনুসারে আপনার পূর্বানুমতি সাপেক্ষে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে আমি নিয়োগের আদেশপ্রাপ্ত হওয়ায় আপনার কোম্পানি হতে অব্যাহতি পাওয়া একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে আগামী ৩১/০১/২০২৩ তারিখে আপনার কোম্পানি হতে অব্যাহতি দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত নিবেদক
মোঃ তাওহীদুল ইসলাম
বিক্রয় কর্মকর্তা
প্রাণ-আরএফএল গ্রুপ
মধ্য বাড্ডা, ঢাকা।