তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ PDF বই

তাসাওউফ ও আত্মশুদ্ধি pdf | তাসাওউফ ও আত্মশুদ্ধি | তাসাওউফ ও আত্মশুদ্ধি pdf download | তাসাওউফ ও আত্মশুদ্ধি বই | তাসাওউফ | তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ | বঙ্গ টুইট - Bongo Tweet

তাসাওউফ ও আত্মশুদ্ধি pdf | তাসাওউফ ও আত্মশুদ্ধি | তাসাওউফ ও আত্মশুদ্ধি pdf download | তাসাওউফ ও আত্মশুদ্ধি বই | তাসাওউফ | তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ | মুফতী মাহমূদ আশরাফ উসমানী | বঙ্গ টুইট - Bongo Tweet


বই পরিচিতি :

বইয়ের নাম:    তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ
লেখকের নাম:  মুফতী মাহমূদ আশরাফ উসমানী
অনুবাদক:        মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক
বইয়ের ধরণ:    ইসলামিক PDF বই
পৃষ্ঠা সংখ্যা:      ৩০১ পৃষ্ঠা 
ফাইল সাইজ :   ১১ এম.বি


বই সম্পর্কে :

‘তাসাওউফের মূল তত্ত্ব' সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ পুস্তিকা। তাসাওউফ সংক্রান্ত কয়েকটি প্রশ্নের জবাবে এটি লিখেছেন বিখ্যাত জামিআ দারুল উলূম করাচীর সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুফতী মাহমূদ আশরাফ উসমানী। মারকাযুদ্দাওয়াতিল ইসলামিয়ার পক্ষে এটি অনুবাদ করেন উচ্চতর গবেষণামূলক উলূমুল হাদীস বিভাগের ৩য় বর্ষের ছাত্র (বর্তমানে একই বিভাগের সহযোগী উস্তাদ) মাওলানা মুতীউর রহমান। পুস্তিকাটির বিষয়বস্তুর গুরুত্ব অনুধাবন করে মারকাযের প্রকাশনা বিভাগ থেকে তা মুদ্রণের সিদ্ধান্ত নেয়া হয়। যেহেতু পুস্তিকাটি কয়েকটি প্রশ্নের জবাবে লিখিত তাই তথ্য সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সঙ্গত কারণেই এটি সংক্ষিপ্ত। তাসাওউফের বহু মৌলিক বিষয়াবলী এতে স্থান পায়নি। 

অন্য দিকে তাসাওউফের মত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমাজে দু'ধরনের ভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে স্পষ্ট ভাবে। এক দিকে কেউ কেউ বিষয়টিকে শরীয়তের কোন অঙ্গ হিসেবে মেনে না নিয়ে তা সরাসরি উড়িয়ে দিচ্ছেন। আবার কতক ব্যক্তি বিষয়টি নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করছেন। অর্থাৎ চরমপন্থা ও শিথিলপন্থা দু'টিই এক্ষেত্রে বিরাজমান যা আদৌ কাম্য হওয়া উচিত নয়। অথচ বাংলা ভাষায় বিষয়টির সঠিক পর্যালোচনা ভিত্তিক মৌলিক গ্রন্থ প্রায় অনুপস্থিত। এশূন্যতাকে অনুভব করেই মারকাযুদ্দাওয়াতিল ইসলামিয়ার উচ্চতর উলূমুল হাদীস অনুষদের মুশরেফ (প্রধান) মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেবকে মারকায কর্তৃপক্ষ তাসাওউফ বিষয়ে একটি মৌলিক গ্রন্থ রচনা করার অনুরোধ করে। মাওলানা আবদুল মালেক সাহেব উপমহাদেশ এবং আরব বিশ্বের হাদীস ও ফিকহের সমকালীন কয়েকজন শ্রেষ্ঠ উলামায়ে কেরামের সাহচর্যে ধন্য, আল্লাহ প্রদত্ত অস্বাভাবিক মেধার অধিকারী। হাদীস, ফিক্হ তথা উলূমে শরীয়ার উপর রয়েছে তার সুপ্রসস্থ বিচরণ । তাঁর অসাধারণ দক্ষতা ও যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ মনীষীগণ।


এ সকল বিবেচনাতেই তাসাওউফের মত জটিল বিষয়ের একটি মৌলিক গ্রন্থ লেখার গুরু দায়িত্ব অর্পণ করা হয় তাঁরই হাতে। আল্লাহ তাআলার রহমতে মাওলানা তাঁর নামের প্রতি সু-বিচার করেছেন। তাসাওউফ বিষয়ের একটি অসাধারণ কিতাব তৈরী করে ফেলেছেন তিনি। এ কিতাবে রয়েছে চরমপন্থা ও শিথিল পন্থার মোকাবেলায় কুরআন, হাদীসের দৃষ্টিতে তাসাওউফের সঠিক শরয়ী হাকীকত, পীর সাহেবের জন্যে শর্তাবলী, শরীয়ত ও তরীকতের মাঝে পরস্পর সম্পর্ক, পীর-মুরীদীর নামে ভণ্ডামী ও সংশ্লিষ্ট অন্যান্য জরুরী জ্ঞাতব্য বিষয়াদীর বিস্তারিত বিশ্লেষণ। আমাদের জানা মতে সংশ্লিষ্ট বিষয়ের উপর বাংলা ভাষায় এ ধরনের বিশ্লেষণধর্মী প্রামাণ্য গ্রন্থ এটিই প্রথম। অতএব আশা করি বইটি পাঠকদের সঠিক পথ প্রদর্শন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।


অস্বীকৃতি :

আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া আমরা কখনো নিজে PDF করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF টি করেছে তার কাছে ক্লেইম করতে পারেন। ধন্যবাদ।



তাসাওউফ তত্ত্ব ও বিশ্লেষণ PDF বই  

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন