অজু কত প্রকার ও কি কি

ওজু কত প্রকার ও কি কি - অযু কত প্রকার - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ অজু কত প্রকার ও কী কী?

উত্তরঃ অজু চার প্রকার, যথাঃ

১। ফরয : নামায আদায় করা, কোরআন শরীফ স্পর্শ করা অথবা সেজদায়ে তিলাওয়াত আদায় করার জন্য।

২। ওয়াজিব : কাবা শরীফ তাওয়াফ করার জন্য।

৩। সুন্নাত : ঘুমানাে, কবর যিয়ারত, মসজিদে প্রবেশ, অথবা কোরআনুল কারীম তিলাওয়াত সহ স্ত্রী সঙ্গম করার জন্য।

৪। আদব : ফিকহ হাদীস ও তাফসীরের গ্রন্থসমূহ স্পর্শ করা। উলামায়ে কেরামের সাক্ষাৎ করার জন্য অথবা মিথ্যা বলা অথবা গীবত করার পর অজু করা।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন