শারীরিক শিক্ষা | নবম-দশম শ্রেণী | অধ্যায়-১০ | সৃজনশীল প্রশ্নোত্তর-০২

Table of Contents
শারীরিক শিক্ষা | নবম-দশম শ্রেণী | অধ্যায়-১০ | সৃজনশীল প্রশ্নোত্তর-০২

∎ প্রশ্ন ০১: সড়ক দুর্ঘটনায় মরিয়মের পায়ের গোড়ালিতে আঘাত পায়। তার পা ফুলে যায়, এতে সে প্রচণ্ড ব্যথা অনুভব করে। উদ্ধারকারীর একজন তার আঘাতটি পর্যবেক্ষণ করে আঘাতপ্রাপ্ত স্থানে ঠাণ্ডা পানি দিয়ে দেয় এবং নড়াচড়া করতে বারণ করেন।

ক. কমিনিউটেড কী? 
খ. সন্ধিচ্যুতি বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর। 
গ. মরিয়মের আঘাতটি কোন ধরনের? ব্যাখ্যা কর। 
ঘ. উদ্ধারকারীর কাজ কী মরিয়মের চিকিৎসার জন্য যথেষ্ট বলে তুমি মনে কর । তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও।

➲ নং প্রশ্নের উত্তর 

ক. কমিনিউটেড হচ্ছে হাড় ভেঙ্গে কয়েক টুকরা হয়ে বিচ্ছিন্ন হওয়া।

খ. শরীরের একটি অস্থি/হাড় অন্য হাড়ের সাথে যেখানে মিলিত হয়েছে ঐ স্থানকে সন্ধিস্থান বলে। অর্থাৎ দুই বা ততোধিক হাড়ের সংযোগ স্থানের নাম সন্ধি। এ সন্ধির স্থান থেকে যদি হাড়ের বিচ্যুতি ঘটে তাকে সন্ধিচ্যুতি বলে। কাঁধ, কনুই, কব্জি, বৃদ্ধাঙ্গুল, নিম্ন চোয়াল, হাঁটু, ও পায়ের গোড়ালি ইত্যাদির সন্ধিস্থানের সন্ধিচ্যুতি ঘটতে পারে। অনেক সময় সন্ধিচ্যুতি ও হাড়ভাঙ্গা একই সময়ে হয়ে থাকে।

গ. শরীরের দুই বা ততোধিক হাড়ের সংযোগ স্থানের নাম সন্ধি। এই সন্ধির স্থান থেকে হাড়ের বিচ্যুতি ঘটলে সন্ধিচ্যুতি হয়। কাঁধ, কনুই, কব্জি, বৃদ্ধাঙ্গুল, নিম্ন চোয়াল, হাঁটু ও পায়ের গোড়ালি ইত্যাদির সন্ধিস্থানের সন্ধিচ্যুতি ঘটতে পারে। সন্ধিচ্যুতির ফলে সন্ধিস্থান ফুলে যায়, সন্ধিস্থানে ব্যথা অনুভব হয়, সন্ধিস্থান নড়াচড়া করা যায় না ইত্যাদি। এখানে সড়ক দুর্ঘটনায় মরিয়ম পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ায় তার পায়ের সন্ধির স্থান থেকে হাড়ের বিচ্যুতি ঘটে অর্থাৎ সন্ধিচ্যুতি ঘটে। তার পা ফুলে যায় এবং সে প্রচণ্ড ব্যথা অনুভব করে। যা সন্ধিচ্যুতির লক্ষণ। সুতরাং মরিয়মের আঘাতটি সন্ধিচ্যুতির।

ঘ. সড়ক দুর্ঘটনায় মরিয়ম পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে তার পায়ে সন্ধিচ্যুতি হয়। তার পা ফুলে যায় এবং সে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সন্ধিচ্যুতি হলে এর প্রাথমিক প্রতিবিধান হচ্ছে—
  • আহত অঙ্গ যথাসম্ভব আরামদায়ক অবস্থায় রাখা। 
  • আহত অঙ্গ নড়াচড়া না করা। 
  • সংযোগ বিচ্যুতি অস্থি দুটিকে সংযোগ দেওয়া বা সংযোগ দেওয়ার চেষ্টা করা। 
  • সন্ধিচ্যুতির স্থানে ভেজা কাপড় বা বরফ লাগানো। 
  • প্রয়োজনে হাড়ভাঙ্গার ব্যান্ডেজ ব্যবহার করা। 
  • হাড়ভাঙ্গার সন্দেহ হলে হাড়ভাঙ্গার ব্যান্ডেজ করা। 
  • রোগীকে যথাসম্ভব দ্রুত ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করা।
এখানে, উদ্ধারকারী মরিয়মের আঘাত প্রাপ্ত স্থানে ঠাণ্ডা পানি দেয় এবং নড়াচড়া করতে বারণ করেন। কিন্তু উদ্ধারকারী মরিয়মের সংযোগ বিচ্যুতি অস্থি দুটিকে সংযোগ দেওয়া বা সংযোগ দেওয়ার চেষ্টা করেন নি। যা তার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। এছাড়াও তাকে যথাসম্ভব দ্রুত ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল। সুতরাং উদ্ধারকারীর কাজ মরিয়মের চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না।