Skip to content Skip to sidebar Skip to footer

সুমাইয়া নামের অর্থ কি

সুমাইয়া নামের অর্থ কি

সুমাইয়াসুমাইয়া নামটি যেমন সুন্দর এর অর্থও চমৎকার। এটি খুব সুন্দর একটি ইসলামিক এবং ঐতিহাসিক নাম। 

ইসলামের ইতিহাসে যিনি প্রথম শহীদ হয়েছিলেন তিনি ছিলেন একজন নারী এবং তার নাম ছিল সুমাইয়া। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি আবু জাহলের হাতে নির্মমভাবে নিহত হন। তিনি ইয়াসির ইবনে আমিরের স্ত্রী এবং আম্মার ইবনে ইয়াসিরের মাতা ছিলেন, ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অন্যতম ছিলেন হযরত সুমাইয়া (রা.)।

সুমাইয়া নামের বানান -
বাংলা: সুমাইয়া   ইংরেজি : Sumaiya

সুমাইয়া নামের অর্থ - 
সুমাইয়া আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো:-
সুনাম, সুখ্যাতি অথবা সুউচ্চ, সমুন্নত কিংবা স্বতন্ত্র চিহ্ন বা নিদর্শনের অধিকারী।

বাংলাদেশ, পাকিস্তান, কাতার, তুর্কী, কুয়েত, সৌদি আরব ইত্যাদি মুসলিম দেশে এই নামটি খুবই প্রচলিত।

১টি মন্তব্য করা হয়েছে।