Skip to content Skip to sidebar Skip to footer

টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম

টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিমের নাম্বার দেখার কোড, টেলিটক সিমের সকল কোড, টেলিটক সিমের নাম্বার, টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম, টেলিটক সিমের নাম্বার দেখে কিভাবে, টেলিটক সিমের নাম্বার কিভাবে দেখে

আপনার ভূলে যাওয়া টেলিটক সিমের নাম্বারটি দেখতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:

১. সিম কার্ডের প্যাকেটে দেখুন:

আপনার টেলিটক সিম কার্ড এর প্যাকেটের গায়ে সিমের নাম্বারটি লেখা আছে। প্যাকেট টি খুঁজে বের করে নাম্বারটি মুখস্ত করে বা লিখে নিন।

২. মোবাইলের সেটিংস এ দেখুন:

প্রথমে আপনার মোবাইল ডিভাইসের সেটিংস মেনুতে যান। "SIM" বা "ফোন" সম্পর্কিত একটি অপশন খুঁজে পাবেন। "SIM Information" এ আপনার টেলিটক নাম্বারটি দেখতে পাবেন।

৩. USSD কোড ব্যবহার করুন:

আপনার ফোনের ডায়ালার অফশনে যান। ডায়াল করুন USSD কোড *551# এবং কল বাটন চাপুন।
আপনি আপনার টেলিটক সিম নম্বরটি মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন।

৪. কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন:

উপরের পদক্ষেপগুলি ব্যবহার করে যদি আপনি আপনার সিম নম্বরটি জানতে না পারেন, তাহলে টেলিটক কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।