Hsc রেজাল্ট দেখবো কিভাবে

Hsc রেজাল্ট দেখবো কিভাবে | এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়েবসাইটে এবং মোবাইলে SMS এর মাধ্যমে এইচএসসি (HSC) পরীক্ষার ফলাফল দেখবেন।


ওয়েবসাইটে hsc রেজাল্ট দেখার নিয়ম

ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট দেখতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে আপনাকে শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিংক: Education Board Results

২। ওয়েবসাইটে গিয়ে আপনাকে পরীক্ষার নাম, বছর, বোর্ডের নাম সিলেক্ট করতে হবে এবং রোল নম্বর ও রেজিস্টেশন দিতে হবে। সবকিছু ইংরেজিতে লিখতে হবে।

৩। এরপর আপনাকে একটি ক্যাপচা সমাধান করতে হবে। ২ টি সংখ্যা দেওয়া থাকবে। যেমন: 5+7=? 
এটার যোগফল আপনাকে খালি বক্সে লিখতে হবে।

৪। সঠিক ক্যাপচা সমাধান করার পর আপনাকে Submit বাটন এ ক্লিক করতে হবে। তারপর আপনার পরিক্ষার ফলাফল এই ওয়েবসাইটে দেখতে পারবেন। 


sms এর মাধ্যমে hsc রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে ম্যাসেজ (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১। প্রথমে মোবাইল থেকে ম্যাসেজ অফশনে যাবেন। 

২। তারপর আপনি যেই বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামের প্রথম ৩ টি অক্ষর লিখবেন।

৩। তারপর রোল নাম্বার ও পরিক্ষার সাল লিখবেন।

৪। তারপর ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিবেন।

Exam Name <Space> First 3 letters of your board name <Space> Your Roll Number <Space> 2022 and then send to 16222.

উদাহরণ:
HSC DHA 124563 2022 and send to 16222


আপনার ফলাফল দেখতে পেরেছেন কিনা বা কোনো ধরনের সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন