নট ফর সেল PDF বই

নট ফর সেল | নট ফর সেল PDF বই | নট ফর সেল pdf free download | নট ফর সেল রিভিউ | নট ফর সেল পিডিএফ ডাউনলোড | নট ফর সেল পিডিএফ free download | বঙ্গ টুইট - Bongo Tweet

নট ফর সেল | নট ফর সেল PDF বই | নট ফর সেল pdf free download | নট ফর সেল রিভিউ | নট ফর সেল পিডিএফ ডাউনলোড | নট ফর সেল পিডিএফ free download | বঙ্গ টুইট - Bongo Tweet


বই পরিচিতি :

বইয়ের নাম:    নট ফর সেল
লেখকের নাম:  রেহনুমা বিনতে আনিস
বইয়ের ধরণ:    নারী সম্পর্কীয় PDF বই
পৃষ্ঠা সংখ্যা:      ৯৬ পৃষ্ঠা 
ফাইল সাইজ :  ১১.৫ এম.বি


প্রকাশকের কথা :

অধুনা নাগরিক সভ্যতায় বিনোদন মাত্রই দূষণ। বোকাবাক্সকে হারাবার জো নেই। বাইরে বেরুনোও হয় না। অথচ এমন একটা সময় ছিল যখন মানুষ কাজ থেকে বিরতি নিতে ছুটে যেত প্রকৃতির কাছে। আজকাল যখন কাজ আর পড়াশোনাতে পরিশ্রান্ত মানুষ জিজ্ঞেস করে, “কী করব?” তখন বলার মতো খুব বেশি উত্তর থাকে না। প্লেজার রিডিং বা আনন্দের জন্য পড়া সেইসব দামি কাজগুলোর মধ্যে একটি যা মানুষকে গতানুগতিকতা থেকে ছুটি দেয় আবার চিন্তাশীলতারও উন্মেষ ঘটায়।

দেয়ালার কোন অংশটা বেশি দামি? দেয়াল না ভেতরের ফাঁকা জায়গাটা? পেয়ালার দেয়াল খাওয়া যায় না, তবে ভেতরের তরলটুকু খাওয়া যাবে না যদি দেয়ালটা না থাকে। আমাদের ভাবনাগুলো এই খালি জায়গাটার মতো। কিছু ভাবনা প্রদত্ত উপমাটির সমার্থক – অন্তঃসারশূন্য। কিছু ভাবনা মানুষকে আলোর দিকে নেয়, কিছু ভাবনা অন্ধকারে। সবকিছু ঐ শব্দের দেয়ালেই ঘেরা। 

শব্দের ক্ষমতা কত তা বোঝার জন্য আমরা আল-কুর'আনের দিকে তাকাতে পারি। আল্লাহর বেছে নেওয়া কিছু শব্দ মানুষকে যুগ যুগ ধরে পথ দেখাচ্ছে। এই শব্দমালার অলৌকিকতা মৃত মানুষ জীবিত করার চেয়েও শক্তিশালী, জলরাশিকে বিচ্ছিন্ন করার চেয়েও ক্ষমতাবান।

ধর্ম ছেড়ে যদি সেক্যুলার জগতেও আসি, হাল জমানায় 'হিমু' চরিত্রটি দিয়ে লেখক কত তরুণকে যে মোহগ্রস্ত করলেন তার লেখাজোকা নেই। পাবনা পাগলাগারদে 'হিমু' ওয়ার্ড আছে বলে শুনেছি। হিমু'র লেখকের শব্দের জালে জড়িয়ে বিকারগ্রস্ত মানুষদের ঠিকানা নাকি এই ওয়ার্ডটি।

আমরা কামনা করি জাতীয় মানসিক সুস্থতা। চিন্তাশীলতা। সৃষ্টিশীলতা। এসব সেক্যুলার লেখক বুদ্ধিজীবীরা কীভাবে পৃথিবীকে দেখেন, তাদের বিশ্বাস-চেতনা কী—তা বর্তমান প্রজন্মের প্রায় সকলেরই জানা। তবে একজন বিশ্বাসী কীভাবে পৃথিবীকে দেখেন তা সেক্যুলার মধ্যবিত্তরা জানে না। বিশ্বাসী মানুষদেরও যে একটা আদর্শ ও নৈতিকতার শক্ত ধারা আছে তা সমাজের বহুলাংশের কাছে অজানা।

নট ফর সেল- কোনো প্রচলিত ধারার ইসলামি বই নয়। মূলত এটি কোনো ইসলামি বই-ই নয়। এটি একজন বিশ্বাসী মানবীর লেখা একগুচ্ছ ভাবনা। নিজেকে দেখা, সমাজকে দেখা, পৃথিবীকে দেখা। নিছক আনন্দ পাবার জন্য পড়া হলেও পড়া শেষে রয়ে যাবে কিছু ভাবনার খোরাক। কিছু আত্মজিজ্ঞাসা।


অস্বীকৃতি :

আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া আমরা কখনো নিজে PDF ফাইল তৈরি করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF ফাইল'টি তৈরি করেছে তার কাছে Claim করতে পারেন।


পরামর্শ :

ডাউনলোড বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। বইটি ডাউনলোড না হলে অথবা ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হলে VPN - ভিপিএন ব্যবহার করুন। ধন্যবাদ।


নট ফর সেল PDF বই ডাউনলোড লিংক  

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন