তাকে কেন সওয়াবের ভাগিদার বানাব !

কৌতুক, হাসির কৌতুক, জোকস, মজার জোকস, হাসির জোকস, বাংলা জোকস, শাইখ আতিক উল্লাহ - বঙ্গ টুইট


লোকটা মজা করে বলল,
আমার স্ত্রীর দুটি নামাজের ওড়না আছে। 

একটা সে নিজের টাকায় কিনেছে। 
আরেকটা আমি কিনে দিয়েছি। 

একদিন অবাক হয়ে লক্ষ্য করলাম, যেদিন আমাদের দুজনের ঝগড়া হয়, সেদিন আমার কিনে দেয়া ওড়না ব্যবহারে থাকলেও নামাজ পড়ার সময় সে আমার দেয়া ওড়নাটা খুলে, নিজের ওড়না পরে নামাজ পড়ে। অনেক কৌশল খাটিয়ে কারণটা বের করেছি। স্ত্রীর বক্তব্য অনেকটা এমন,

‘যে আমার সাথে ঝগড়া করে, তার দেয়া ওড়না পরে নামাজ পড়ে, তাকে কেন সওয়াবের ভাগিদার বানাব’?


© শাইখ আতিক উল্লাহ

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন