শুরুতে ব্যাপারটা ছিল নিছক হাসিফুর্তি - শিক্ষামূলক গল্প

শুরুতে ব্যাপারটা ছিল নিছক হাসিফুর্তি - শাইখ আতিকউল্লাহ - বঙ্গ টুইট

শুরুতে ব্যাপারটা ছিল নিছক হাসিফুর্তি
কিন্তু এখন?

লরিটা ১০০ মাইল গতিতে ছুটতে শুরু করার পর বিষয়টা আর খেলা থাকল না। প্রতি সেকেন্ডে ঝুলন্ত শিশুগুলো  বাড়িঘর থেকে, চেনাজনা জায়গা থেকে শত মাইল বেগে দূরে সরে যাচ্ছে। চাইলেও নামতে পারছে না।

প্রবৃত্তির হারাম চাহিদায় জড়ানোটাও এমন। শুরুতে ব্যাপারাটা নিছক কৌতুলহলবশত ইন্দ্রিয়লিপ্সা চরিতার্থ করা ছিল। কালক্রমে নাফস পাপাসক্ত হয়ে পড়লে, চাইলেও সহজে ছুটে আসা যায় না। শয়তান আর নাফস হাজার মাইল গতিতে আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। এখন চাইলেও চট করে গতি থামানো যাচ্ছে না।
.
জালেমদের অবস্থাও এমন। শুরুতে ক্ষমতার মোহে যাচ্ছেতাই করে বেড়ায়। ধরাকে সরা জ্ঞান করে। পুরো দেশটাকে হাতের মোয়া মনে করে। যখন পতনের আলামত দেখা যেতে থাকে, চাইলেও নিজের গতি থামাতে পারে না। প্রতিটি জালিমকেই নির্মম পরিণতি ভোগ করতেই হয়।
রাব্বে কারীম হেফাজত করুন। আমীন।

© শাইখ আতিক উল্লাহ

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন