ভাষা কাকে বলে?

ভাষা কাকে বলে | বাংলা ভাষা কাকে বলে | মাতৃভাষা কাকে বলে | ভাষা কাকে বলে in bangla | ভাষা কাকে বলে সংজ্ঞা | bongotweet.com

ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলাে ভাষা। পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশের তাগিদ থেকেই ভাষার সৃষ্টি। বাগযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। 

ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতে, ‘মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তাহার নাম
ভাষা।'

ড. সুকুমার সেন বলেছেন, ‘মনের ভাব প্রকাশ করার নিমিত্ত বিভিন্ন জাতির বা সমাজের সকল সভ্যের বােধগম্য বাক্যসমূহের সমষ্টিকে সেই জাতির ভাষা বলে।' 

ড. মুহম্মদ আবদুল হাই-এর মতে, 'এক এক সমাজের সকল মানুষের অর্থবােধক ধ্বনির সমষ্টিই ভাষা।' 

অর্থাৎ, যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে মানুষ মনের ভাব প্রকাশ করে তাই ভাষা।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন