Skip to content Skip to sidebar Skip to footer

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?

ধ্বনিতত্ত্ব | ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী | ধ্বনিতত্ত্ব কাকে বলে | bongotweet.com

ধ্বনিতত্ত্ব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ আলােচ্য বিষয়। এখানে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি, ধ্বনির পরিচয়, উচ্চারণ ও উচ্চারণের স্থান, উচ্চারণের রীতি-নীতি, উচ্চারণের বৈশিষ্ট্য, ধ্বনির মিলন বা সন্ধি, ধ্বনির পরিবর্তন, বর্ণের পরিচয়, বর্ণের বিন্যাস, বানান ইত্যাদি বিষয় আলােচিত হয়।

২টি মন্তব্য করা হয়েছে।

  1. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ধ্বনির পরিচয়, উচ্চারণ ও উচ্চারণের স্থান, উচ্চারণের রীতি-নীতি, উচ্চারণের বৈশিষ্ট্য, ধ্বনির মিলন বা সন্ধি, ধ্বনির পরিবর্তন, বর্ণের পরিচয়, বর্ণের বিন্যাস, বানান ইত্যাদি

      মুছুন