মরণোত্তর চক্ষুদান করা কি জায়েয?

মরণোত্তর চক্ষুদান | মরণোত্তর চক্ষুদান ইসলাম কি বলে | চক্ষুদান করা | bongotweet.com

প্রশ্ন: অনেকে মরণােত্তর চক্ষু দান করে যায়। আবার অনেকে মৃত্যুর পর নিজ দেহ কোনাে মেডিকেল কলেজ বা হাসপাতালে দান করার ওসিয়ত করে যায়। অপরদিকে বর্তমানে মানুষের কিডনি, চোখ ইত্যাদি অঙ্গ ক্রয়-বিক্রয় হচ্ছে। এভাবে মানুষ নিজের কোনাে অঙ্গ বা দেহ দান করা এবং মানব অঙ্গ ক্রয়-বিক্রয় করা জাযিয আছে কিনা? 

উত্তর: মরণােত্তর চক্ষু দান করে যাওয়া, মৃত্যুর পর নিজ দেহ মেডিকেল কলেজ বা হাসপাতালে দান করার ওসিয়ত করে যাওয়া। অনুরূপ কোনাে মানব অঙ্গ ক্রয়-বিক্রয় করা সবই নাজায়িয। কারণ মানুষ তার নিজ অঙ্গ-প্রত্যঙ্গের মালিক নয় এবং মানব অঙ্গ কোনাে সম্পদও নয় যে, তা দান বা ক্রয়-বিক্রয় করা যাবে ।

(ফাতহুল বারী শরহে বুখারী: ১১/৫৩৯, বাদায়িউস সানায়ি: ৫/১৪০ ও ৬/১১৯, ফাতাওয়া হিন্দিয়া: ৬/৯০, ইনসানী আযা কি পাইওয়ান্দকারী আওর উসকী শরয়ী আহকাম, হযরত মুফতী আব্দুস সালাম চাটগামী দা. বা. কৃত: ৮৯-৯১)

উত্তর প্রদান -
দারুল ইফতা ওয়াল ইরশাদ 
আল-মারকাজুল ইসলামী, বাংলাদেশ। 
(উচ্চতর ইসলামী আইন গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ) ২১/১৭ বাবর রােড, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন