Skip to content Skip to sidebar Skip to footer

চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোনাে কিছু কাটাকাটি করতে পারবে কি?

চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলারা | চন্দ্র ও সূর্য | গর্ভবতী মহিলারা | bongotweet.com

প্রশ্ন : লােকমুখে শােনা যায়, চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা কোনাে কিছু কাটাকাটি করলে গর্ভের সন্তানের অঙ্গহানি হয়। ইসলামের দৃষ্টিতে কথাটি কতােটুকু সত্য জানালে উপকৃত হবাে। 

উত্তর : প্রশ্নোক্ত কথাটির শরয়ী কোনাে ভিত্তি নেই। এর ওপর বিশ্বাস স্থাপন করা শরী'আত পরিপন্থী। আইয়ামে জাহিলয়াত তথা মূর্খতার যুগে সাধারণ মানুষের মাঝে এ ধরনের ধারণার প্রচলন ছিলাে। হ্যা, শরী'আত মাত্র এতােটুকু অনুমতি দিয়েছে যে, যখন সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ হয়, তখন দুই চার রাকআত নামায পড়বে। এর বাইরে শরী'আত আর কোনাে কিছুর প্রতি নির্দেশনা প্রদান করেনি।

(ফাতাওয়া শামী: ৩/৬৬, ফাতাওয়া। হিন্দিয়া: ১/১৫২, ফাতাওয়া রহীমিয়া: ১/২২৬)

উত্তর প্রদান -
দারুল ইফতা ওয়াল ইরশাদ 
আল-মারকাজুল ইসলামী, বাংলাদেশ। 
(উচ্চতর ইসলামী আইন গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ) ২১/১৭ বাবর রােড, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন :