কোনাে পীরের মাযারকে কি ‘রাওযা শরীফ’ বলা যাবে ?

পীরের মাযার | রাওযা শরীফ | রাওযা শরীফ বলা যাবে কি | bongotweet.com

প্রশ্ন : হযরত রাসূলে আকরাম সা.-এর মাযারকে 'রওযা শরীফ’ বলা হয় বলে জানি। এখন কোনাে পীরের মাযারকে কি ‘রাওযা শরীফ’ বলা যাবে? 

উত্তর : হুযূরে আকরাম সা.- এর মাযার ছাড়া কোনাে পীর বা ওলীর মাযারকে 'রওযা শরীফ’ বলা যাবে না। কেননা হুযূরে আকরাম সা. কবরে স্বশরীরে জীবিত আছেন। তাই তার সম্মানার্থে সেটাকে ‘রাওযা শরীফ' বলা হয়। কিন্তু কোনাে পীরআউলিয়া যেহেতু কবরে স্বশরীরে জীবিত নেই, তাই তাদের কবরকে সম্মান সূচক 'রওযা শরীফ’ ও বলা যাবে না। 

(ফাতাওয়া শামী: ৬/৪১৭, মাআরিফুস সুনান: ১/২৫, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩৫১, ফাতাওয়া সিরাজিয়া: পৃষ্ঠা- ৭৩।)

উত্তর প্রদান -
দারুল ইফতা ওয়াল ইরশাদ 
আল-মারকাজুল ইসলামী, বাংলাদেশ। 
(উচ্চতর ইসলামী আইন গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ) ২১/১৭ বাবর রােড, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন