Skip to content Skip to sidebar Skip to footer

কোনাে পীর বা আলিমকে 'রাযিয়াল্লাহু' বলা যাবে কি?

কোনাে পীর বা আলিমের মৃত্যুর পর তাকে 'রাযিয়াল্লাহু' বলা যাবে কি - bongotweet.com

প্রশ্ন : কোনাে পীর বা আলিমকে তার মৃত্যুর পর তাঁর নামের শেষে ‘রাযিয়াল্লাহু’ বলা যাবে কি না? বললে গুনাহ হবে কি ? 

উত্তর : রাযিয়াল্লাহু বলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য দু'আ করা হয়। সাথে সাথে তাঁর প্রতি সম্মানও প্রদর্শন করা হয়। এ ধরনের বাক্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের সালফে সালেহীনদের থেকে নির্দিষ্ট একটি নিয়মও চলে আসছে। আর তাহলাে, আমাদের মহানবী হযরত মুহাম্মাদ সা. এর নামের শেষে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' বলা। 

অন্যান্য নবী-রাসূলগণ ও ফিরিশতাদের ক্ষেত্রে শুধু ‘আলাইহিস সালাম’ বলা। সাহাবায়ে কিরাম এর ক্ষেত্রে ‘রাযিয়াল্লাহু আনহু' বলা। আলিম উলামা, পীর মাশায়িখদের যারা ইন্তিকাল করেছেন, তাদের বেলায় ‘রাহমাতুল্লাহি আলাইহি’ বলা। কাজেই এর ব্যতিক্রম করা মাকরূহ। কদাচিত যদি হয়ে যায়, তাহলে গুনাহ হবে না। তবে এ ব্যাপারে সদা সতর্ক থাকা জরুরী।

(ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩১৫, আলমুহীতুল বুরহানী: ৬/৪০, ফাতাওয়া খানিয়া: ৪/৩৭৭)


উত্তর প্রদানে:
দারুল ইফতা ওয়াল ইরশাদ 
আল-মারকাজুল ইসলামী, বাংলাদেশ। 
(উচ্চতর ইসলামী আইন গবেষণা ও প্রশিক্ষণ বিভাগ) 
২১/১৭ বাবর রােড, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭।

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন :