হযরত উসমান (রাঃ) এর উপদেশ

উক্তি | ইসলামিক উক্তি | শিক্ষামূলক উক্তি | বাণী | শিক্ষামূলক বাণী | বাণী চিরন্তন বাস্তবতা | মনীষীদের বাণী | বাণী চিরন্তনী | ইসলামিক বাণী | উপদেশ মূলক বাণী | বঙ্গ টুইট

মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান (রাঃ)। তিনি ছিলেন তখনকার আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যাক্তি। তাছাড়া তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা। নিচে হযরত উসমান রাঃ এর কিছু বাণী/উক্তি/উপদেশ বর্ণনা করা হলো-

বড় আশ্চর্য লাগে ঐ ব্যক্তির ব্যাপারে, যে মৃত্যুকে নিশ্চিত জানা সত্ত্বেও হাসে।
 
বড় আশ্চর্য লাগে ঐ ব্যক্তির ব্যাপারে, যে দুনিয়া ধ্বংস হবে জানা সত্ত্বেও দুনিয়ার ভালােবাসা পােষণ করে।
 
বড় আশ্চর্য লাগে ঐ ব্যক্তির ব্যাপারে, যে তাকদীরকে বিশ্বাস করে; অথচ কোনাে জিনিস না পেলে তার জন্য আক্ষেপ করে।
 
হিসাব দিতে হবে একথা জানা সত্ত্বেও যে সম্পদ জমা করে রাখে,তার ব্যাপরটা বড়ই বিস্ময়কর।
 
জাহান্নামকে সত্য জানা সত্ত্বেও যে গুনাহ করে, তার ব্যাপারটা সত্যিই বিস্ময়কর।
 
বিস্মিত না হয়ে পারা যায় না, যখন দেখি, মানুষ আল্লাহকে সত্য বলে মানার পরও অন্যদের অবদানের কথা আলােচনা করে এবং তাদের প্রতি আস্থা রাখে।
 
জান্নাতের বিশ্বাসী হওয়া সত্ত্বেও দুনিয়ার প্রেমে মজে থাকা সত্যিই আশ্চর্যজনক।
 
শয়তানকে শত্রু জেনে যে তার কথায় ওঠা-বসা করে, তার প্রতি অবাক না হয়ে পারা যায় না।
 
আল্লাহ ছাড়া কারাে থেকে কিছু পাওয়ার আশা রেখাে না এবং নিজের গুনাহ ছাড়া কোনাে কিছুর ভয় করাে না।
 
ক্ষণস্থায়ী জগতের স্বাদ লাভ করলে চিরস্থায়ী জগতের বিনিময় ও প্রতিদান হ্রাস পায়।
 
মানুষকে যেভাবে চাও পরীক্ষা করে দেখাে; তাদের সাপ-বিচ্ছুর উর্ধ্বে পাবে না।
 
ক্রোধ নিবারণের মহৌষধ হলাে নীবরতা।
 
দুনিয়াটা আল্লাহর সরাইখানা। এটা আখেরাতের মুসাফিরদের জন্য ওয়াকফকৃত। এখান থেকে যতটুকু পাথেয় প্রয়ােজন ঠিক ততটুকু নাও। সরাইখানার অতিরিক্ত মালের প্রতি লােভাতুর দৃষ্টি দিয়াে না। জিহ্বার পদস্খলন পায়ের পদস্খলন থেকে বেশি ভয়াবহ।
 
ধনবানের (ইসলামবিহীন) লাখ টাকার তুলনায় গরীবের (ইসলামসমৃদ্ধ) এক টাকার সদকা অনেক উত্তম।
 
গুনাহ যদি একান্ত করতেই চাও, তাহলে এমন জায়গায় গিয়ে করাে, যেখানে আল্লাহ তােমাকে দেখেন না।
 
জান্নাতে গিয়ে কাদা যেমন বিস্ময়কর, দুনিয়াতে অবস্থান করে হাসাও তেমনি বিস্ময়কর।
 
আল্লাহকে সার্বক্ষণিক নিজের সাথে জ্ঞান করা সর্বোৎকৃষ্ট ঈমানের পরিচায়ক।
 
অবলা পশু-প্রাণীরা মালিককে চেনে; কিন্তু মানুষ নিজের প্রভুকে চেনে না।
 
তরবারির আঘাত লাগে শরীরে আর খারাপ কথার আঘাত লাগে হৃদয়ের গভীরে।
 
তােমার কাছে গরীব-অসহায়দের আগমন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পুরস্কার।
 
তুমি কি দামি পােশাকের জন্য লালায়িত? তাহলে কাফনের কাপড়ের কথা একবার স্মরণ করাে। তুমি কি বিলাসবহুল বাড়ির স্বপ্নে বিভাের? তাহলে কবরের গর্তের কথা ভুলাে না। তুমি কি রাজকীয় ও মজাদার খানা খেতে ব্যাকুল? তাহলে কবরের পােকামাকড়ের কথা চিন্তা করাে।
 
মালের ফল দানশীলতা, ইলমের ফল আমল আর ইখলাসের ফল আল্লাহর সন্তুষ্টি।
 
যে মানুষের হক আদায় করে না তার পক্ষে আল্লাহর হক আদায় করা অসম্ভব।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন