Skip to content Skip to sidebar Skip to footer

উন্নত দেশ কাকে বলে?

উন্নত দেশ কাকে বলে - bongotweet.com

প্রশ্ন: উন্নত দেশ কাকে বলে?

উত্তর: উন্নত দেশ বলতে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং তা দীর্ঘ মেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বােঝায়। উন্নত দেশের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। উন্নত দেশসমূহের মানুষের জীবনযাত্রার মান উঁচু এবং মাথাপিছু আয় অনেক বেশি। উন্নত দেশগুলাের অর্থনীতি শিল্পনির্ভর, প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত এবং উন্নত উৎপাদন পদ্ধতি বিদ্যমান। এসব দেশের আর্থ-সামাজিক অবকাঠামাে অত্যন্ত উন্নত এবং নিয়ন্ত্রিত জনসংখ্যার পাশাপাশি দক্ষ ও উন্নত মানবসম্পদ রয়েছে।

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন :