Skip to content Skip to sidebar Skip to footer

স্নাতক ও স্নাতকোত্তর এর মধ্যে পার্থক্য

স্নাতক ও স্নাতকোত্তর এর মধ্যে পার্থক্য - বঙ্গ টুইট

এইচ এস সি পাশের পর তিন বছর বা চার বছর মেয়াদি যে কোর্সে ভর্তি হওয়া হয় তাকে স্নাতক বলে। বিএ, বিএসএস, বিএসসি, বিকম, বিবিএ ইত্যাদি নাম হতে পারে কোর্সের। এটা সম্মান/অনার্স বা পাস/ডিগ্রি হতে পারে।

স্নাতক পাশের পর এক বছর বা দুই বছর মেয়াদি যে কোর্সে ভর্তি হওয়া হয় তাকে স্নাতকোত্তর বলে। এমএ, এমএসএস, এমএসসি, এমকম ইত্যাদি হতে পারে কোর্সের নাম। অনার্স করে স্নাতকোত্তর করলে এক বছর আর ডিগ্রি পাস করে স্নাতকোত্তর করতে চাইলে দুই বছরের কোর্স বিদ্যমান।

নিচের কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন :