উপযােজন কাকে বলে?

উপযােজন অর্থ কি বা উপযােজন কাকে বলে - Bongo Tweet

প্রশ্ন:
 উপযােজন অর্থ কি বা উপযােজন কাকে বলে?

উত্তর: মানুষ হলাে বুদ্ধিভিত্তিক সামাজিক সত্ত্বা। মানুষকে প্রতিনিয়ত পরিবেশ ও প্রতিবেশগত আশা, আকাঙ্ক্ষা, চাহিদা ও প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে চলতে হয়। ব্যক্তির সুষ্ঠু জীবনযাপন, বন্ধু ও প্রতিবেশী মহলে মর্যাদা লাভ, পেশাগত সফলতা, পারিবারিক সম্প্রীতি এসবই নির্ভর করে পরিবেশের সুষ্ঠু ও সার্থক সঙ্গতিবিধানের উপর। ব্যক্তির পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতিবিধানের যে প্রচেষ্টা তা-ই হলাে উপযােজন বা খাপ খাওয়ানাে । পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের চাহিদা অনুযায়ী জীবন পরিচালনা করাকে উপযােজন বলা হয়। সুতরাং বলা যায়, উপযােজন হলাে এমন একটি প্রক্রিয়া কিংবা ব্যক্তি ও তার পরিবেশের মধ্যে এমন একটি সম্পর্ক, যার মাধ্যমে ব্যক্তি অভ্যন্তরীণ ও সামাজিক প্রয়ােজনগুলাের সমন্বয় সাধন করতে পারে।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন