প্যারােলে মুক্তি বলতে কি বুঝায়?

প্যারােলে অর্থ কি বা প্যারােলে মুক্তি বলতে কি বুঝায় - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্ন: প্যারােলে অর্থ কি বা প্যারােলে মুক্তি বলতে কি বুঝায়?

উত্তর: কারাগারের মধ্যে আটক একজন ব্যক্তির শর্তাধীন সাময়িক মুক্তিকে প্যারোল বলা হয়। অপরাধী তার প্রাপ্য শাস্তিকালের সমাপ্তির আগে কিছু নির্দিষ্ট শর্তে এ সুবিধা পায়। প্যারােল শব্দটি ফরাসি শব্দ Parole থেকে এসেছে। এর অর্থ প্রতিশ্রুতি। মধ্যযুগ থেকে এই প্রত্যয়ের বিকাশ শুরু হয়। সে সময় যে সমস্ত অপরাধী শর্তে রাজি হতাে তাদের প্যারােলে মুক্তি দেওয়া হতাে। 

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন