গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব PDF বই

গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব PDF বই - বঙ্গ টুইট - Bongo Tweet

গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব PDF বই || গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব পিডিএফ বই ডাউনলোড || গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব বই pdf boi download || গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব বই ডাউনলোড || ইসলামিক বই || মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) এর বই সমূহ || বঙ্গ টুইট ডট কম || bongotweet.com

বই পরিচিতি:

বইয়ের নাম:    গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব
লেখক নাম:     মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম
বইয়ের ধরণ:    ইসলামিক PDF বই 
পৃষ্ঠা সংখ্যা:      ১৭ পৃষ্ঠা 
ফাইল সাইজ :    ২.৯ এম.বি

বই সম্পর্কে:

গণতন্ত্র বর্তমান দুনিয়ার একটি বহুল আলােচিত মতবাদ। দুনিয়ার এক বিপুল সংখ্যক মানুষ গণতন্ত্রের প্রতি প্রচণ্ডভাবে শ্রদ্ধাশীল। তাদের কাছে গণতন্ত্র হচ্ছে আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা; এ ব্যবস্থার মাধ্যমেই মানুষ অর্জন করতে পারে তার কাংক্ষিত সুখ ও শান্তি। কিন্তু প্রকৃত ব্যাপার কি তাই? পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলাের মানুষ কি সুখ ও শান্তির দরিয়ায় আকণ্ঠ নিমজ্জিত? এ প্রশ্নটি সম্ভৱতঃ গণতন্ত্র-প্রেমীরা আদৌ খতিয়ে দেখেন না। তাই গণতন্ত্রের নামে দুনিয়ায় যত শোরগােল উঠছে, মানুষের জীবনে দুঃখ ও দৈন্য ততই বাড়ছে। এমন কি সত্য কথা এই যে, গণতন্ত্রের হােতারাই মানুষকে দুঃখ ও দৈন্যের মুখে ঠেলে দিতে মুখ্য ভূমিকা পালন করছে। 

এটাই স্বাভাবিক। কারণ, গণতন্ত্র হচ্ছে মানুষের উপর মানুষের প্রভুত্ব বিস্তারের এক সর্বনাশা প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় মুষ্টিমেয় ধূর্ত ও শঠ প্রকৃতির মানুষ খুব সুকৌশলে বৃহত্তর জন-সমাজের উপর প্রভু হয়ে বসে। তারা নানা মুখরােচক বুলির আড়ালে সাধারণ মানুষকে দাসানুদাসে পরিণত করে এবং তাদের ভাগ্য নিয়ে ইচ্ছামত ছিনিমিনি খেলে। আর হতভাগ্য মানুষ একেই স্বাধীনতা ও স্বাধিকার ভেবে গণতন্ত্রের জন্যে প্রাণপাত করে এবং ধূর্ত ও শঠ লােকদের খেলার পুতুলে পরিণত হয়। অথচ কাংক্ষিত সুখ ও শান্তির মুখ তারা কোনদিনই দেখে না; তা চিরকাল শুধু সােনার হরিণ রূপে ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যায়।

এ ভূখণ্ডে ইসলামী আন্দোলনের মহান স্থপতি এবং ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হযরত মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) গণতন্ত্রের অন্তর্নিহিত এই ভ্রান্তি ও বিচ্যুতিরই বিশদ আলােচনা করেছেন আলােচ্য পুস্তিকায়। তিনি গণতন্ত্রের উৎস, ইতিহাস, ও প্রয়ােগ-পদ্ধতি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, পশ্চিমের এই ভ্রান্ত মতবাদটি দ্বারা মানুষের উপর মানুষের প্রভুত্ব বিস্তার ছাড়া প্রকৃতপক্ষে তার কোন কল্যাণই সাধিত হতে পারে না। সেটা হতে পারে কেবল ইসলামী আদর্শ-ভিত্তিক একটি পূর্ণাঙ্গ গণ-বিপ্লব দ্বারা। অতএব, সেই কাংক্ষিত বিপ্লবের লক্ষ্যেই সংগঠিত হওয়া উচিত এদেশের নির্যাতিত-নিপীড়িত গণ-মানুষের। 


অস্বীকৃতি :

আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া আমরা কখনো নিজে PDF করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF টি করেছে তার কাছে ক্লেইম করতে পারেন।


গনতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব PDF বই   

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন