প্রাচীন সভ্যতার ইতিহাস

প্রাচীন সভ্যতার ইতিহাস বই pdf | প্রাচীন সভ্যতার ইতিহাস বই pdf download | প্রাচীন সভ্যতার ইতিহাস | প্রাচীন সভ্যতার ইতিহাস  pdf download | প্রাচীন সভ্যতার ইতিহাস pdf | প্রাচীন সভ্যতার ইতিহাস বই | Bongotweet.com

খ্রিস্টপূর্ব ৫,০০,০০০ হতে ১০,০০০ অব্দ পর্যন্ত সময়ে এ ধরাধামে সর্বপ্রথম নিয়েনডারথাল মানবগােষ্ঠীর আবির্ভাব ঘটে বলে অনুমান করা হয়। এ সময়ে প্রাচীন প্রস্তর যুগের সূচনা হয়। এ প্রস্তর যুগের শেষ ভাগে ক্রোম্যাগনন মানুষ হতে দ্বিপদবিশিষ্ট দণ্ডায়মান মানবগােষ্ঠী দৃষ্টিগােচর হয়। 

আদিম গুহাবাসী এবং বন-জঙ্গলে বিচরণকারী পুরাতন প্রস্তর যুগের কিংবা তৎপরবর্তীকালে নব্যপ্রস্তর যুগের মানুষেরা জীবন ধারণের তাগিদে খাদ্য উৎপাদন ও সংগ্রহ এবং আত্মরক্ষার জন্য অস্ত্র উদ্ভাবন শুরু করে। এরপর মানুষ বিভিন্ন ধাতুর ব্যবহার, আগুন জ্বালানাে, বস্ত্রবয়ন, পশুপালন ও নানাবিধ শিল্পদ্রব্য তৈরি করতে শেখে। অতঃপর কৃষিকার্য ও ব্যবসায়-বাণিজ্যেরও প্রবর্তন সূচিত হয়। 

প্রথমাবস্থায় দ্রব্যের বিনিময়ে দ্রব্য (barter system) এবং পরবর্তীকালে ক্রমান্বয়ে অর্থের বিনিময়ে (in exchange of money) বাণিজ্যিক লেনদেন ও কারবার চালু হয়। অতঃপর আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে। এভাবে সমাজ ও সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ ঘটতে থাকে। 

প্রাচীন সভ্যতা সমূহের ইতিহাস সমূহ








আরও পড়ুন : 

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন