বই পরিচিতি:
বইয়ের নাম: ফাযায়েলে আমালমূল লেখক: মুহাম্মদ যাকারিয়্যা কান্ধলভী (রহ.)
অনুবাদক: মুফতী মুহাম্মদ উবাইদুল্লাহ
বইয়ের ধরণ: ইসলামিক PDF বই
পৃষ্ঠা সংখ্যা: ১০১৬ পৃষ্ঠা
ফাইল সাইজ : ৩৫ এম.বি
অনুবাদকের আরজ:
আলহামদুলিল্লাহ! শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়্যা (রহঃ) রচিত ঈমান আমল ও দাওয়াত-তবলীগের জজবা পয়দাকারী মশহুর কিতাব ‘ফাযায়েলে আমাল’ এর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ প্রকাশিত হইল। অনুবাদের ক্ষেত্রে মূল গ্রন্থকার হযরত শায়েখ (রহঃ) এর দেওয়া মৌল নীতি ও দিকনির্দেশনার যথাযথ অনুসরণ করার সর্বাত্মক চেষ্টা করা হইয়াছে।
হযরত হাজী আবদুল মুকীত ছাহেব (রহঃ) এর সরাসরি নির্দেশ, দিলি তামান্না ও ঐকান্তিক আগ্রহই কিতাবখানি তরজমার ক্ষেত্রে আমাকে অনুপ্রেরণা ও সাহস জোগাইয়াছে। ইন্তিকালের তিন মাস পূর্বেও তিনি এই বলিয়া বিশেষ তাম্বীহ ও খাছ হেদায়েত দিয়াছেন যে, তরজমা এমন সরল সহজ হইতে হইবে যেন সাধারণ মানুষ অনায়াসেই পড়িতে ও তালীম করিতে পারে।
আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন হাফেজ মাওলানা মুহাম্মদ যুবায়ের ছাহেব ও মাওলানা রবিউল হক ছাহেবকে, তাঁহারা কাকরাইলের বর্তমান মুরুববীগণের মানশা মােতাবেক পাণ্ডুলিপির আগাগােড়া মূল কিতাবের সহিত অক্ষরে অক্ষরে মিলাইয়া প্রয়ােজনীয় পরিবর্তন ও পরিমার্জন করিয়া দিয়াছেন।
কাকরাইলের সকল আহলে শূরা, আকাবেরীন, অন্যান্য মুরুব্বিয়ান ও দোস্ত-আহবাবের নিকট আমি শােকর গুজার যে, তাঁহারা খাছ দোয়া ও তাওয়াজ্জুহ দ্বারা আমাকে হিম্মত দিয়াছেন। আমার শ্রদ্ধেয় আব্বাজানও ইহার জন্য আন্তরিক দোয়া করিয়াছেন। আল্লাহ পাক দোজাহানে। তাঁহাদিগকে বহুত বহুত জাযায়ে খায়ের দান করুন ও দরজা বুলন্দ করুন। কিতাবখানির তরজমা ও প্রকাশের ব্যাপারে যে সকল আহবাব। আমাকে সহযােগিতা করিয়াছেন আল্লাহ পাক তাঁহাদেরকেও উভয় জাহানে উত্তম বদলা দান করুন।
পাঠকবর্গের খেদমতে সবিনয় আবেদন যে, কোনপ্রকার ভুল-ত্রুটি ধরা পড়িলে জানাইয়া কৃতার্থ করিবেন। পরবর্তীতে সংশােধন করিয়া দেওয়া হইবে ইনশাআল্লাহ।
পরিশেষে মহান রাব্বুল আলামীনের দরবারে মিনতি পেশ করিতেছি, তিনি যেন আপন দয়ায় কিতাবখানি কবুল করিয়া নেন এবং ইহাকে সকল উম্মতের আমল, হেদায়েত ও নাজাতের ওসীলা হিসাবে কবুল। ফরমান।
— বিনীত অনুবাদক।
অস্বীকৃতি :
আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া আমরা কখনো নিজে PDF করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF টি করেছে তার কাছে ক্লেইম করতে পারেন।
ফাযায়েলে আমাল PDF বই
ডাউনলোড
উত্তরমুছুনপ্রতীক্ষিত মাহদী দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ এই বইটির PDF ফাইল টা আপলোড দিবেন প্লিজ
উত্তরমুছুনবইটির PDF ফাইল পাওয়া যায়নি। ফাইলটি পাওয়ার সাথে সাথেই আমরা আপলোড দিব। ধন্যবাদ।
মুছুনAlhamdulillah download korlam akhn milia dekha bad ache mile gele to Alhamdulillah
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন