একটি তাওয়াক্কুলের গল্প - ইসলামিক গল্প

একটি তাওয়াক্কুলের গল্প | ইসলামিক গল্প | ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্প থেকে শিক্ষা | মেয়েদের ইসলামিক গল্প | স্বামী স্ত্রীর রােমান্টিক ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী | ছােটদের ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী pdf | ইসলামিক গল্পের লিংক | শিশুদের ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্পের বই | ছােটদের ইসলামিক গল্পের বই pdf | Bongotweet.com

কোনো এক পর্বত অভিযানে একজন পর্বতারোহীর শখ হলো  সবচেয়ে কঠিন চুড়াটাতে সে একাই উঠবে।  সবাই মানা করল। কিন্তু সে তার জেদে অটল। 

ক্যাম্প থেকে যাত্রা শুরু করে সারাদিন চেষ্টা করে সে চুড়ার কাছাকাছি গেল। এমন সময় হঠাৎ করে শুরু হলো তুষার ঝড়। পাহাড়ের শৃঙ্গে দীর্ঘ রাত নেমে এল। চারিদিক অন্ধকার, একেবারে জিরো ভিজিবিলিটি যাকে বলে। তার উপর চাঁদ আর তারাগুলো মেঘে ঢেকে গেছে।

পর্বতশৃঙ্গ থেকে মাত্র কয়েক ধাপ অদূরে অভিযাত্রী পা হড়কালো। নীচে পড়তে শুরু করল তীব্র গতিতে। 

ঐ পর্বতারোহীর তখন দুচোখে শুধু অন্ধকার। সে অনুভব করছিল অভিকর্ষ দ্বারা গ্রাস হওয়ার ভয়ানক এক অনুভূতি।

পড়তে পড়তে অনেক সময় লাগল যেন।  জীবনের সব ভালো  এবং খারাপ মুহূর্তগুলো স্মৃতিপটে ভাসতে লাগল। সে ভাবল মৃত্যু কতই না কাছে। ঠিক সেই মুহূর্তে তার কোমরে বাঁধা রশি আটকে গেল এবং হ্যচকা টান খেয়ে সে শূন্যে স্থির হয়ে গেল।

অন্ধকার।  শুন্যে  ঝুলছে একাকী অভিযাত্রী। রশিটি ধরে ওপরে ওঠার চেষ্টা করল কয়েক বার। পারল না। চারপাশে কিছুই নেই।  

লোকটি নাস্তিক ছিল। কিন্তু তার জন্ম হয়েছিল এক মুসলিম পরিবারে। প্রচন্ড ঠান্ডা জেঁকে বসেছে চারপাশে। 

এমনি এক স্তব্ধ মুহূর্তে সে নিরূপায় হয়ে চিৎকার করল, "আল্লাহ, আমাকে বাঁচান।"

আবার বলল লোকটা একই কথা। 
কিছুক্ষণ পরে আবার।
আচমকা অন্ধকার থেকে একটা ভারী কন্ঠস্বর বলল, "তুমি তো আল্লাহ যে আছেন তাই  বিশ্বাস করো না, এ কথা বহুবার গর্ব করেও বলেছ। 

লোকটা কাঁদো স্বরে বলল, না বিশ্বাস করি। সত্যি বিশ্বাস করি। "আল্লাহ, আমাকে বাঁচান।"

আমি একজন মালাইকা, ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা নির্দেশ দিতে। 

- কি নির্দেশ?  
"রশিটি কেটে ফেল।" 
কিন্তু আমি তো বাঁচতে চাই। 
আসলেই চাও? 
- হ্যাঁ।
-তোমার কোমরের ছুরিটা দিয়ে রশিটা কেটে ফেল।
- না। আমি বাঁচতে চাই। মরতে চাই না।  

পরের দিন সকাল। 
তুষার ঝড় শেষ। 
উদ্ধারকারী দল খুঁজতে বের হলো একাকী অভিযাত্রীকে। 
ক্যাম্প থেকে সামান্য দূরে বরফে জমা একটা মৃতদেহ। 

ভূমি থেকে মাত্র ১ ফূট উপরে ঝুলন্ত। 
দুই হাত রশি আঁকড়ে ধরা।
অন্ধকার রাতে লোকটা  টের পায়নি মাটির এত কাছে ছিল সে। শুন্যের নীচের  ঠান্ডায় জমে লোকটা মারা গিয়েছে।

বি. দ্র. উপরের ঘটনাটি কাল্পনিক। 

তাওয়াক্কুল ছিল রশিটা কেটে ফেলা। 
তাওয়াক্কুল হল সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা।  

তাওয়াক্কুল মানে সমাজের বিপরীতে গিয়েও আল্লাহর আদেশ মেনে চলা এবং পরিণতির জন্য আল্লাহর উপরই নির্ভর করা।  
.

বি. দ্র. গল্পটি মির্জা ইয়াওয়ার বেগের প্রেজেন্টিং ইসলাম টূডে বই থেকে ভাবানুবাদকৃত।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন