হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.) এর বিষপানের ঘটনা - ইসলামিক গল্প

হযরত খালিদ বিন ওয়ালিদ | ইসলামিক গল্প | ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্প থেকে শিক্ষা | মেয়েদের ইসলামিক গল্প | স্বামী স্ত্রীর রােমান্টিক ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী | ছােটদের ইসলামিক গল্প | ইসলামিক গল্প ও কাহিনী pdf | ইসলামিক গল্পের লিংক | শিশুদের ইসলামিক গল্পের বই pdf | ইসলামিক গল্পের বই | ছােটদের ইসলামিক গল্পের বই pdf | Bongotweet.com

বিখ্যাত সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ। সিরিয়ার একটি কেল্লা অবরুদ্ধ করে রেখেছেন। দীর্ঘ অবরােধের পর কেল্লাবাসী দিশেহারা হয়ে পড়লাে এবং তারা সন্ধির প্রস্তাব দিলাে। এ জন্য তারা নিজেদের দলপতিকে খালিদ (রা.)- এর কাছে পাঠালাে। দলপতি যখন খালিদ (রা.)-এর কাছে এলাে, তখন তিনি লক্ষ্য করলেন, দলপতির হাতে ছােট্ট একটি শিশি। জিজ্ঞেস করলেন, এই শিশির মধ্যে কী? কেন এনেছে এটি? সে জানালাে, এটা বিষের শিশি। এজন্য নিয়ে এসেছি-যদি সন্ধি-আলােচনায় সফল হই, তাহলে তাে আর কথাই নেই। কিন্তু যদি ব্যর্থ হই, তাহলে আমার এ ব্যর্থ মুখ নিজের জাতিকে দেখাবােনা। বরং বিষ পান করে আত্মহত্যা করবাে। 

দ্বীনি দাওয়াতই ছিলাে সাহাবায়ে কেরামের আসল কাজ। হযরত খালিদ ইবনে ওলিদ (রা.)ও তাই মুহূর্তের মধ্যে ভেবে নিলেন, দ্বীনের দাওয়াত পেশ করার এই তাে মােক্ষম সময়। এই ভেবে তিনি দলপতিকে বললেন, একজন মানুষ এ বিষ পান করার সঙ্গে সঙ্গে মারা যাবে-এটাই তাে তােমার বিশ্বাস? দলপতি বললাে, অবশ্যই। আমার একশ ভাগ বিশ্বাস এর বিন্দুপরিমাণও যদি কেউ পান করে, সঙ্গে-সঙ্গে সে মারা যাবে। কারণ, এ বিষ সম্পর্কে চিকিৎসকগণ বলেছেন, আজ পর্যন্ত এ বিষের স্বাদের বিবরণ কেউ দিতে পারেননি। কারণ, এটির বিন্দুপরিমাণ পান করার পর সে সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। এর স্বাদটা কেমন তা বলে যাওয়ার অবকাশ পায়নি। তাই আমি শিওর যে, এ বিষ পান করলে সঙ্গে-সঙ্গে আমি মারা যাবাে।

খালিদ বিন ওয়ালিদ (রা.) দলপতিকে বললেন, আচ্ছা! যে বিষের উপর তােমার এত অগাধ বিশ্বাস, তা একটু আমাকে দাও তাে! দলপতি শিশিটি খালিদ (রা.) এর হাতে দিলাে। তিনি শিশিটি নিয়ে বললেন, দেখাে, আসলে জগতের কোনাে কিছুতেই কোনাে ক্ষমতা নেই। আল্লাহ যখন কোনাে কিছুর মধ্যে কোনাে ক্ষমতা দান করেন, তখনই সে ক্রিয়াশীল হতে পারে। এর পূর্বে নয়। আমি আল্লাহ তা'আলার নামে এ দু'আ পড়ে-

بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ 

আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।” [আবূ দাউদ, ৪/৩২৩, নং ৫০৮৮; তিরমিযী, ৫/৪৬৫, নং ৩৩৮৮; ইবন মাজাহ, নং ৩৮৬৯; আহমাদ, নং ৪৪৬। ]

তােমার এ বিষের শিশি পুরােটাই পান করছি। দেখাে তাে, আমার মৃত্যু হয় কিনা? দলপতি বললাে, দেখুন, আপনি কিন্তু নিজের উপর অবিচার করছেন। এটা খুবই মারাত্মক বিষ। এর একটি ফোটাও যদি কারাে জিহ্বায় পড়ে, তাহলে নির্ঘাত সে মারা যাবে। কাজেই আপনি যা করার ভেবে-চিন্তে করুন। খালিদ (রা.) বললেন, ইনশাআল্লাহ আমার কিছু হবেনা। এই বলে তিনি দু'আটি পড়ে পুরাে এক শিশি বিষ পান করে ফেললেন। আল্লাহ তা'আলা তাঁর কুদরতের কারিশমা দেখিয়ে দিলেন। দলপতি বিস্ময়ঝরা দৃষ্টিতে দেখলাে, খালিদ (রা.) এর কিছুই হলােনা। তাই সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাে।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন