সাহু সিজদাহ কি? কী কী কারণে সাহু সিজদাহ দিতে হয়

সাহু সিজদাহ কি? কী কী কারণে সাহু সিজদাহ দিতে হয় - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ সিজদায়ে সাহু বা সাহু সিজদাহ কাকে বলে?

উত্তরঃ নামাযের কোনাে ওয়াজিব ভুলবশত ছুটে গেলে তার ক্ষতিপূরণ করে নামাযকে পূর্ণাঙ্গ করার জন্য নামাযের শেষে ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুটি সিজদা দেওয়াকে সিজদায়ে সাহু বা সাহু সিজদাহ বলে।

প্রশ্নঃ কী কী কারণে সিজদায়ে সাহু আবশ্যক হয়?

উত্তরঃ সিজদায়ে সাহু আবশ্যক হওয়ার কারণ সমূহ, যথাঃ

১। সূরা ফাতিহার স্থানে অন্য কোন সূরা পাঠ করলে।

২। প্রথম দুই রাকআতে অথবা এক রাকাআতে সূরা মিলাতে ভুলে গেলে।

৩। কোন সূরা পড়বে তা নিয়ে চিন্তা করতে করতে তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হয়ে গেলে।

৪। তাশাহহুদ বা দুরুদ শরীফ পাঠ করার পর তিন রাকআতের সংখ্যা নিয়ে চিন্তার ফিকির করা অবস্থায় তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হয়ে গেলে।

৫। যে কোন ওয়াজিব বা ফরয আদায় করতে তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হয়ে গেলে।

৬। তিন বা চার রাকআত বিশিষ্ট ফরয নামাযের দ্বিতীয় রাকআতে তাশাহহুদ দু বার পড়লে অথবা দুরুদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত বা তার চেয়ে বেশী পাঠ করার পর দাঁড়িয়ে গেলে।

৭। প্রথম বা শেষ বৈঠকে তাশাহহুদ পাঠ করার সময় ভুলবশত ছানা দুরুদ দোআয়ে কুনূত ইত্যাদি পাঠ করলে।

৮। প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গেলে।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন