মহিলাদের নামাযের পার্থক্য সমূহ কী কী

মহিলাদের নামাযের পার্থক্য সমূহ কী কী - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ মহিলাদের নামাযের পার্থক্য সমূহ কী কী?

উত্তরঃ মহিলাদের নামাযের পার্থক্য সমূহ হলাে, যথাঃ

১। তাকবীরে তাহরীমা বলার সময় উভয় হাত কাঁধ পর্যন্ত উঠানাে।
২। হাত কাপড়ের ভিতর থেকে বের না করা।
৩। বুকের উপর হাত বাধা।
৪। ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর স্বাভাবিক ভাবে রাখা। 
পুরুষদের মত শক্ত করে হাত না বাঁধা।
৫। রুকুতে পুরুষের তুলনায় কম ঝুকা।
৬। রুকুতে উভয় বাহু পাজরের সঙ্গে পরিপূর্ণ মিলিয়ে রাখা।
৭। রুকুতে উভয় হাত হাঁটুর উপর স্বাভাবিক ভাবে রাখা এবং হাতের আঙ্গুল সমূহ মিলিয়ে রাখা।
পুরুষদের ন্যায় আঙ্গুল সমূহ ছড়িয়ে শক্তভাবে হাঁটু না ধরা।
৮। রুকুতে উভয় পায়ের গােড়ালী পরিপূর্ণ মিলিয়ে রাখা।
৯। অত্যন্ত জড়সড় ও সংকুচিত হয়ে সিজদা করা।
১০। সিজদায় পুরুষদের ন্যায় কনুইদ্বয় খােলা ও ছড়িয়ে না রাখা।
১১। উভয় রানের সঙ্গে পেট মিলিয়ে রাখা।
১২। বাহুদ্বয় পাঁজরের সঙ্গে মিলিয়ে রাখা।
১৩। উভয় কুনই মাটিতে মিলিয়ে রাখা।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন