দাঙ্গাবাজ শকুন - শিক্ষামূলক গল্প

দাঙ্গাবাজ শকুন - শিক্ষামূলক গল্প - বঙ্গ টুইট - Bongo Tweet

একবার এক শকুনের বাচ্চা তার বাপের কাছে এসে বায়না ধরলো। বাবা, আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ!!!

শকুন বলল: " আচ্ছা ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব।" 

তারপর শকুন উড়ে গেল আর আসার সময় ছেলের জন্য কিছু শুকরের মাংস নিয়ে এলো। 

বাচ্চা বলল: "বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল: "আচ্ছা ঠিক আছে বেটা, এনে দেব।"

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল: "আরে এটা তো তুমি গরুর মাংস নিয়ে এসেছ! মানুষের মাংস কোথায়? 

তখন শকুনটা উড়ে গিয়ে শুকরের মাংস একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে আসল। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েকশ মানুষের লাশ পড়ে রইল। আর তখন বাপ-বেটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

এটা পুরনো গল্প। মানুষ হিসেবে যেহেতু বেঁচে-বর্তে আছেন, ধড়ের উপর আস্তো একটা মাথাও নিশ্চয় আপনার আছে। মাথাটা কাজে লাগান, অনেক সমস্যার আপনা-আপনি সমাধান হয়ে যাবে।

বিঃদ্রঃ বিবেকের বদৌলতে আল্লাহ তায়া’লা মানুষকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করেছেন। ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন। 

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন