বেলা ফুরাবার আগে PDF বই

বেলা ফুরাবার আগে pdf | বেলা ফুরাবার আগে | বেলা ফুরাবার আগে বই pdf আরিফ আজাদ free download | বেলা ফুরাবার আগে বইয়ের কিছু উক্তি | বেলা ফুরাবার আগে pdf google drive | বেলা ফুরাবার আগে online reading | বেলা ফুরাবার আগে আরিফ আজাদের উক্তি | বেলা ফুরাবার আগে উক্তি | বেলা ফুরাবার আগে রিভিউ | বেলা ফুরাবার আগে বই pdf

বেলা ফুরাবার আগে pdf | বেলা ফুরাবার আগে | বেলা ফুরাবার আগে বই pdf আরিফ আজাদ free download | বেলা ফুরাবার আগে বইয়ের কিছু উক্তি | বেলা ফুরাবার আগে pdf google drive | বেলা ফুরাবার আগে online reading | বেলা ফুরাবার আগে আরিফ আজাদের উক্তি | বেলা ফুরাবার আগে উক্তি | বেলা ফুরাবার আগে রিভিউ | বেলা ফুরাবার আগে বই pdf | Bongo Tweet - বঙ্গ টুইট

বই পরিচিতি:

বইয়ের নাম:    বেলা ফুরাবার আগে
লেখক নাম:     আরিফ আজাদ
বইয়ের ধরণ:    ইসলামিক PDF বই 
পৃষ্ঠা সংখ্যা:      ১৮৯ পৃষ্ঠা 
ফাইল সাইজ :    ২৯.৪ এম.বি

বই সম্পর্কে :

সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পাপ-পঙ্কিলতা ও নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের রয়েছে এক দুর্বার আকর্ষণ। শয়তানের প্ররোচনায় পড়ে ও পাপের মোহন মায়ায় মানুষ হারিয়ে যায় অন্ধকারের গহীনে। এক অনাস্বাদিত সুখের প্রলোভনে মজে নিজেকে কালিমালিপ্ত করাই যেন মানবসভ্যতার চিরাচরিত সংস্কৃতি।

ইসলামের শেষ পয়গম্বর হযরত মুহম্মদ (ﷺ) এর আবির্ভাবের পূর্বে জাহিলিয়াতের যুগ নামে এক অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। এমন কোনো পাপ নেই যা সে সময় সংঘটিত হত না। কন্যা শিশুকে জীবন্ত সমাধিস্থ করা থেকে শুরু করে হত্যা-লুণ্ঠন, সবকিছুই ছিল সেই সময়ের নিত্যনৈমিত্তিক ঘটনা।

কিন্তু এই একবিংশ শতাব্দীর বর্তমান যুগেও পৃথিবীতে জাহিলিয়াতের মত ভয়ংকর পাপ সংঘটিত হচ্ছে। এক অদৃশ্য শত্রু শয়তান আমাদের প্ররোচিত করে পুণ্য-প্রভা থেকে বহুদূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে, বর্তমান যুগে আমাদের মত তরুণ প্রজন্ম নানারকম ফিতনায় নিজেকে জড়িয়ে জীবনকে অন্ধকারময় করে ফেলছে। অর্থ-বিত্ত, জৌলুশের পিছনে ছুটতে ছুটতে আমরা আমদেরকে যে কতটা নিচে নামিয়ে ফেলছি, তা হয়তো আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি না। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন, অর্থবিত্ত আর জৌলুশ কি আদৌ কখনো মানুষের হৃদয়ে সুখের স্বর্গীয় পরিতৃপ্তি এনে দিতে পারে? যদি তাই হয় তাহলে, আজকের কর্পোরেট পৃথিবীতে অনেক ভুবনমোহন মডেল-তারকা আছেন, যাঁদের অর্থ-বিত্ত আর জৌলুশের কোনো অভাব নেই। তাঁরা কি এত অর্থ-বিত্ত আর জৌলুশের মধ্যে থেকেও সেই স্বর্গীয় পরিতৃপ্তি লাভ করতে পারে?

আজকের পৃথিবীতে আরেকটি বড় সমস্যা ছেলেমেয়েদের অবৈধ সংস্রব। এসমস্ত অবৈধ কার্যাবলী শুরুই হয় "ক্রাশ খাওয়া"র মাধ্যমে, যেটাকে লেখক চোখের যিনা বলে অভিহিত করেছেন। এরপর সেই অদৃশ্য শয়তানের প্ররোচনায় পড়ে আমরা নিমগ্ন হই পাপে, যা আপাতদৃষ্টিতে আমাদের নিকটে পাপ বলে মনে হয় না। কিন্তু, এসবের ফলাফল কখনো সুখকর হয় না। কখনো কখনো পরিণতি হতে পারে মারাত্মক ভয়ংকর।

এরপর আরো একটি ভয়ংকর পাপ, যা আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে জীবনকে বানিয়ে দিচ্ছে জাহান্নাম, সেই পাপটি হল পর্নগ্রাফির আসক্তি। রাতের পর রাত জেগে, নিষিদ্ধ ওয়েবসাইটে ঢুঁ দিয়ে যখন নিষিদ্ধ ভিডিওগুলো একজন তরুণ দেখতে থাকে, সেই সাথে সাথে তার ইহকাল ও পরকাল নষ্ট হয়ে যেতে থাকে।

এসব পাপ যখন একেবারে শেষ পর্যায়ে নিয়ে যায়, তখন বেঁচে থাকার জন্য সঙ্গী হয়ে যায় নানারকম মাদকদ্রব্য। কিন্তু এতেও বিতৃষ্ণা চলে এলে একজন তরুণ, পা বাড়াতে চায় আত্মহননের পথে।

আমরা যদি সব সমস্যার সমাধান করে মৃত্যুর পূর্বে আল্লাহর নিকটে তওবা করে যেতে না পারি, তাহলে অনন্তকালের জন্য আমাদের করতে হবে পরিতাপ।

তাই, আত্মহত্যা হোক কিংবা অন্য যেকোন সমস্যা, সকল সমস্যার খুব সুন্দর সমাধান আমাদের জন্য দিয়ে রেখেছেন মহান আল্লাহ তা'আলাই। তরুণ প্রজন্মের এইসব সমস্যা ও তার সমাধান নিয়েই আলোকপাত করা হয়েছে "বেলা ফুরাবার আগে" বইটির আঠারটি অধ্যায়ে। লেখক কখনো কখনো আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে কোর-আন ও সহীহ হাদীস ব্যবহার করেছেন। আবার কখনো নবী-রাসুলদের জীবনে ঘটে যাওয় চমকপ্রদ ঘটনার বিবরণ দিয়ে পাঠককে আকৃষ্ট করেছেন।

ইতোপূর্বে এই গ্রন্থের লেখক আরিফ আজাদের "প্যারাডক্সিক্যাল সাজিদ" বইটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। পাঠককে সরল বর্ণনার লেখনি দ্বারা আকৃষ্ট করার কারণে এ বছর প্রকাশিত লেখকের "বেলা ফুরাবার আগে" বইটিও পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

পরিশেষে বলব, আমরা যারা পাপ-পঙ্কিলতায় নিজেকে শেষ করে ফেলেছি, যারা অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলেছি, যারা জীবনের উদ্দেশ্য নিয়ে হতাশাগ্রস্থ, তাদের আলোর পথে ফিরে আসার জন্য এই বইটি সহায়ক ভূমিকা পালন করতে পারে।

বই রিভিউ - শিবলী সাইক।

অস্বীকৃতি :

আমাদের সাইটের PDF বইগুলো বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত। প্রকাশণীর অনুমতি ছাড়া আমরা কখনো নিজে PDF করিনা। বইগুলো যেহেতু সংগৃহীত তাই আমাদের উপর প্রকাশণীর কোন অভিযোগ গণ্য হবে না। সেক্ষেত্রে যে PDF টি করেছে তার কাছে ক্লেইম করতে পারেন।


বেলা ফুরাবার আগে PDF বই  

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন