মহান আল্লাহ তা'আলার উপদেশ

উপদেশ মূলক কথা - আল্লাহ তা'আলার উপদেশ - বঙ্গ টুইট - Bongo Tweet

মহান আল্লাহ তায়া’লা মানবজাতির উদ্দেশ্যে মহাগ্রন্থ পবিত্র আল-কুরআনে অনেক উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো মেনে চললে আমাদের দুনিয়া এবং আখিরাত সহজ হয়ে যাবে।

কুরআনে বর্ণিত মহান আল্লাহ তা'আলার উপদেশ

হে মানবজাতি! তােমরা আল্লাহর আদেশ-নিষেধকে হাসি-তামাশা মনে করাে না। আল্লাহ; যিনি তােমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তাঁকে স্মরণ করাে। আর তার এই অনুগ্রহও ভুলাে না যে, তিনি তােমাদের প্রতি কিতাব (কুরআন) ও হেকমত (প্রাজ্ঞপূর্ণ বিষয়) অবতীর্ণ করেছেন, যাতে তােমরা এর মাধ্যমে উপদেশ লাভ কর এবং আল্লাহর অবাধ্যতা করাকে ভয় কর। আল্লাহ সব কিছু জানেন।

জাহান্নামের আযাবকে ভয় করাে, যা অবাধ্য ও অস্বীকারকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করাে, যাতে তােমরা দয়াপ্রাপ্ত হও।

(আমার বান্দাগণ!) তােমরা আমার স্মরণে লেগে থাকো, যাতে আমার এখানেও (ফেরেশতাদের মজলিসে) তােমাদের ব্যাপারে ভালাে আলােচনা হয়। আমার প্রতি কৃতজ্ঞ হও - অকৃতজ্ঞ হয়াে না।

হে মুমিনগণ! তােমরা নিজেরা যা করছ না, তা মুখে কেন বলছ? আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ।

তােমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তােমাদের স্পর্শ করবেই। চাই তােমরা দুর্ভেদ্য কেল্লার মধ্যেও থাকো না কেন!

তােমরা যে বিপদাপদের সম্মুখীন হও, তা তােমাদের কৃতকর্মের প্রতিফলমাত্র। তার মধ্যেও তােমাদের বহু অপরাধ আল্লাহ এমনিই ক্ষমা করে দেন।

যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমারেখা অতিক্রম করে এবং স্বেচ্ছাচারী জীবন যাপন করে, সে নিজেই নিজের উপর জুলুম করে।

হে মানবজাতি! তােমরা কি এই ধারণা করছ যে, আমি তােমাদেরকে অনর্থক কাজ ও খেল-তামাশার জন্য সৃষ্টি করেছি?

তুমি মাটিতে দম্ভভরে চলাে না। কেননা, এভাবে চলে তুমি মাটি ভেদ করতে পারবে না।

হে মানবজাতি! তােমরা ভালাে-মন্দ যা চাও করাে। কিন্তু মনে রেখাে; যা-ই কর না কেন একদিন অবশ্যই তার বদলা পেতেই হবে।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন