তায়াম্মুমের সুন্নাত কয়টি ও কী কী

তায়াম্মুমের সুন্নাত কয়টি ও কী কী - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ তায়াম্মুমের সুন্নাত কয়টি ও কী কী? 

উত্তরঃ তায়াম্মুমের সুন্নাত সমূহ, যথাঃ
১। শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করা। 
২। মাটিতে উভয় হাতের আঙ্গুল সমূহ ফাঁকা করে রাখা। 
৩। উভয় হাত মাটিতে রেখে সামান্য আগে পিছু নিয়ে ঘর্ষণ করা। 
৪। উভয় হাত ঝেড়ে নেওয়া। 
৫। ধারাবাহিকতা বজায় রাখা, প্রথমে সম্পূর্ণ মুখমণ্ডল তারপর উভয় হাত, অতঃপর উভয় কনুইসহ মাসাহ করা। 
৬। চেহারা ও হাত মাসাহ করার মাঝে বিলম্ব না করা।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন