তায়াম্মুম সহীহ হওয়ার শর্ত কয়টি ও কী কী

তায়াম্মুম সহীহ হওয়ার শর্ত - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ তায়াম্মুম সহীহ হওয়ার শর্ত সমূহ কী কী? 

উত্তরঃ তায়াম্মুম সহীহ হওয়ার শর্ত সমূহ সাতটি। যথাঃ 
১। মুসলিম হওয়া। 
২। নিয়ত করা। 
৩। মাসাহ করা। 
৪। তিন বা তার চেয়ে বেশী আঙ্গুল দ্বারা মাসাহ করা । 
৫। মাটি বা মাটি জাতীয় জিনিস হওয়া।
৬। মাটি পবিত্র হওয়া। 
৭। পানি বিদ্যমান না থাকা অথবা ব্যবহার করলে প্রাণনাশ বা অঙ্গহানির আশঙ্কা থাকে। 

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন