মােজার উপর মাসাহ করা শুদ্ধ হওয়ার শর্ত সমূহ

মােজার উপর মাসাহ করা শুদ্ধ হওয়ার শর্ত সমূহ - বঙ্গ টুইট - Bongo Tweet

প্রশ্নঃ মােজার উপর মাসাহ করা সহীহ হওয়ার জন্য শর্ত সমূহ কী কী? 

উত্তরঃ মােজার উপর মাসাহ করা শুদ্ধ হওয়ার শর্ত সমূহ-
১। উভয় পা টাখনুসহ মােজা দ্বারা আবৃত থাকা। 
২। উভয় মােজার উপরি ভাগে তিন আঙ্গুল পরিমাণ মাসাহ করা। 
৩। তিন মাইল দূরত্ব পরিমাণ মােজা পরিহিত অবস্থার হাঁটা চলা সম্ভব হওয়া। 
৪। পবিত্র অবস্থায় মােজা পরিধান করা। 
৫। উভয় মােজা হাত পায়ের সর্বাধিক ছােট আঙ্গুল সমূহ থেকে তিনটি ছােট আঙ্গুল পরিমাণ ফাঁটা না থাকা। 
৬। মােজা পায়ের উপর বাঁধা ছাড়াই আটকে থাকা । 
৭। পবিত্রতা অজু বা গােসলের মাধ্যমে হওয়া, তায়াম্মুম দ্বারা না হওয়া। 
৮। মাসাহকারীর উপর গােসল ফরয না হওয়া।

মন্তব্য করুন

নবীনতর পূর্বতন